X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

বিমানবন্দরে বোমা উদ্ধার মহড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২১আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২১

বিমানের ভেতর সম্ভাব্য ‘বোমা উদ্ধার’ পরিস্থিতি নিয়ন্ত্রণের মহড়া প্রদর্শন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একটি কাল্পনিক পরিস্থিতি তৈরি করে ‘এয়ারপোর্ট ইমারজেন্সি এক্সারসাইজ ২০২৪’-এর বোমা উদ্ধার সম্পর্কিত এই মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেন বিমান, সেনা ও পুলিশের প্রায় শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য। বিমানের ভেতর কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যাত্রীসহ অন্যদের কীভাবে নিরাপদে বের করতে হবে সে ব্যাপারে দক্ষতা প্রদর্শন করেন তারা।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূইঁয়া প্রধান অতিথি হিসেবে সরাসরি উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন।

বক্তব্য রাখছেন বেবিচক চেয়ারম্যান

তিনি বলেন, ‘এভসেক (অ্যাভিয়েশন সিকিউরিটি) সদস্যরা দীর্ঘদিন ধরে আইকাও (ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন) এর নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন ও মহড়া বাস্তবায়ন করে আসছেন। প্রস্তুতি ছাড়া কোনও কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব না। এজন্য প্রয়োজন প্রশিক্ষণ এবং নিয়মিত মহড়া।’

মঞ্জুর কবীর ভূইঁয়া আরও বলেন, ‘আইকাও এর নির্দেশনা অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরকে মহড়ার মাধ্যমে নিজেদের সক্ষমতা নিশ্চিত করতে হবে। আজকের মহড়ায় অল্প সময়ের মধ্যেই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক। সবাই সম্মিলিতভাবে দ্রুত কাজ করায় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।’

তিনি অংশীজনদের প্রস্তুতি ও দক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আজকের মহড়ায় অংশগ্রহণকারীদের প্রতিটি পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয়।’

/আইএ/আরআইজে/
সম্পর্কিত
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
ক্যান্টনমেন্টে বাসায় চুরি, গ্রেফতার ৫
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!