নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৬ জানুয়ারি) তাদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে মোট ১৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে অন্তত ২৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের তথ্য পাওয়া গেছে।
আক্তার হোসেন জানান, নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া নিজের ব্যক্তিগত ও ব্যবসায়ীক ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮ কোটি ১১ লাখ ৭৮ হাজার ২০৫ টাকা জমা এবং ৭ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৬০২ টাকা উত্তোলনসহ মোট ১৫ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৮০৭ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। এতে তিনি দুদক ও মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অন্যদিকে, সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতী স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ১১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ২৭১ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়াও তার নিজের চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১০ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৯৬ টাকার সন্দেজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আরও জানান, শামীমা সুলতানা জান্নাতীর নামে কানাডার টরেন্টোর ৭৩ হেয়ারউড এভিনিউতে ১৭ লাখ ২৫ হাজার কানাডিয়ান ডলার দিয়ে একটি বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন মর্মে তথ্য পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় যার দাম আনুমানিক ১১ কোটি টাকা। বাড়িটির মালিকানা সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। সেই তথ্য পাওয়া গেলে মামলার তদন্তে অন্তর্ভুক্ত করা হবে।