X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২
হাজারীবাগে ফনিক্স ট্যানারি আগুন

জরাজীর্ণ ভবনটি আগেই অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল: ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৫, ১৮:১৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫

রাজধানীর হাজারীবাগে আগুন লাগা ফনিক্স ট্যানারি ভবনটি জরাজীর্ণ ও অনেক পুরাতন। এরআগে একাধিকবার ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাড়াতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে ভবনের আগুন নিয়ন্ত্রণে আসার পর তাৎক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। 

তাজুল ইসলাম বলেন, হাজারীবাগের ফনিক্স ট্যানারি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় ৪টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ভবনটিতে বেশির ভাগই দাহ্য পদার্থ ছিল। যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

ভবনটি পুরাতন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের অনেক বেগ পেতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা ছিল না। অগ্নিনির্বাপন ব্যবস্থা বাড়াতে একাধিকবার এ ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করে চিঠি দেওয়া হয়েছিল। তবে তারা কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। ভবনটি খুবই পুরাতন, যারফলে এখানে কোনও ধরনের কাজ করা যাবে কিনা, তা তদন্তে করে দেখতে হবে।’ 

অগিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন (ছবি: সাজ্জাদ হোসেন)

আগুন নিয়ন্ত্রণে আনতে এতো সময় লাগলো কেন— সাংবাদিকদের এমন প্রশ্নে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ভবনটি অনেক পুরাতন ও জরাজীর্ণ। তাই খুব সাবধানে আমাদের কাজ করতে হয়েছে। আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি। পানির সংকট, ভেতরের দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড়, চাপা রাস্তা; সব মিলিয়ে কিছুটা সময় বেশি লেগেছে। 

এই ভবনে এর আগেও দুবার আগুন লাগার ঘটনা ঘটেছে। এমন অবস্থায় ফায়ার সার্ভিসের কোনও গাফালতি আছে কিনা— এমন প্রশ্নে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, অগ্নিনির্বাপন ব্যবস্থা বাড়াতে একাধিকবার এ ভবনটিকে অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে চিঠি দেওয়া হয়েছিল। তবে তারা কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। এতে আমাদের কোনও গাফিলতি নেই। আমরা একাধিক চেষ্টা করেছি। এজন্য সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে চিঠিও দেওয়া হয়েছিল। আমরা আমাদের কাজ নিয়মিত করে যাচ্ছি। বাস্তবায়ন করার জন্য আরও কিছু উইংস আছে। 

ভবনটির সামনে উৎসুক জনতার ভিড় (ছবি: সাজ্জাদ হোসেন)

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নির্বাপন করার পর তদন্ত করে বোঝা যাবে, ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার সূত্রপাতও জানা যায়নি। এটি বৈদ্যুতিক গোলযোগ, সিগারেটের আগুন বা অন্য কোনও কারণে হতে পারে। সেটি তদন্তের পর জানানো যাবে। 

এর আগে আজ দুপুরের দিকে হাজারীবাগের কাঁচাবাজারের ফনিক্স ট্যানারি লিমিটেড ভবনে প্রথমে পাঁচতলায় আগুন লাগে। পরে আগুন ছয় ও সাত তলা দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটির ভেতরে ছোট ছোট ট্যানারি কারখানা রয়েছে প্রায় ৫০-৬০টি। এছাড়াও ভবনটিতে পোশাক কারখানা, প্লাস্টিক কারখানা ও ফার্নিচারের কারখানাও রয়েছে। 

ঘটনাস্থলে অগ্নিকাণ্ড সংক্রান্ত তথ্য বোর্ড

ফায়ার সার্ভিস জানায়, ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে ২টা ২৩ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের চারটি ফায়ার স্টেশন থেকে ১১টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে হাজারীবাগ থানা পুলিশ, র‌্যাব, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তায় করছে। তবে উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০২৩ সালের এইদিনে একই ভবনে আগুন লাগে। সেসময় ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ২০১৪ সালেও ভবনটিতে আগুন লেগেছিল।

আরও পড়ুন:

হাজারীবাগের ঘিঞ্জি অবকাঠামো নিয়ে অসন্তোষ জানালেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

হাজারীবাগে ট্যানারি গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

/এবি/ইউএস/
সম্পর্কিত
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি