X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বিমানের ফ্লাইটে ‘বোমা হামলার হুমকি’, শাহজালালে নিরাপত্তা জোরদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৫, ১০:২৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২২:১৯

ইতালির রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ‘বোমা থাকার হুমকি’ পেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে আড়াইশো যাত্রী এবং ১৩ ক্রু নিয়ে ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকালে ঢাকায় নিরাপদেই অবতরণ করেছে। যাত্রীরাও সবাই উড়োজাহাজটি থেকে নিরাপদে নেমে বিমানব্ন্দরের টার্মিনালে এসেছেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তবে অপরিচিত একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আসা সেই ‘হুমকি’ হালকাভাবে না নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল ৯টা ৩৫ মিনিটে রোম থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘আমরা অপরিচিত একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানের রোম-ঢাকা ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছি। ফ্লাইটটি আড়াইশো যাত্রী এবং ১৩ ক্রু নিয়ে সকাল ৯টা ২০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। সব যাত্রী নিরাপদেই উড়োজাহাজ থেকে নেমে এসেছেন এবং বিমানবন্দর টার্মিনালে গেছেন। আমরা এখন প্রটোকল অনুযায়ী, বিমানটি তল্লাশি চালিয়ে হুমকির বিষয়টি খতিয়ে দেখছি।’

এ বিষয়ে এভসেক পরিচালক উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের বোমা নিষ্ক্রিয়কারী দল ফ্লাইটটিতে সার্চ করার প্রস্তুতি নিচ্ছে। বোমা আছে কিনা, তা আমরা নিশ্চিত নই। তবে আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে সার্চ করার প্রক্রিয়া শুরু করেছি।’

তিনি বলেন, ‘পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও বাড়িয়েছি।’

/আইএ/ইউএস/
সম্পর্কিত
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করলো বিমান
হজ ফ্লাইট শুরু আজ
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’