X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

জুলাই গণহত্যার বিচারে সরকার আন্তরিক নয়: ছাত্র ফেডারেশন

ঢাবি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৫, ২২:১৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ২২:১৯

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক নেতা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জুলফিকার আহমেদ শাকিলের ২৩তম জন্মবার্ষিকীতে সব শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে সংগঠনটি।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। মোমবাতি প্রজ্বলন কর্মসূচি থেকে আগামী ৩১ জানুয়ারি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জুলাই গণহত্যার বিচার, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দাবিতে ছাত্র সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।

এ সময় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর বর্তমান সরকারের প্রধান কর্তব্য ছিল জুলাই গণহত্যার বিচারের উদ্যোগ নেওয়া, শহীদদের পরিবারের পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যকে রক্ষা করা। কিন্তু সব ক্ষেত্রেই বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর গণহত্যার সঙ্গে জড়িত যারা দেশে ছিলেন তাদের গ্রেফতারে সরকারের গাফিলতি গণহত্যার বিচারে সরকার যে আন্তরিক নয় সেটাই প্রমাণিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মাঝে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে যেমন গণতান্ত্রিক সংস্কার দরকার ঠিক তেমনি সব শিশুর জন্য শিক্ষা, বিনামূল্যে চিকিৎসাসহ মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্বও রাষ্ট্রকে নিতে হবে। গণঅভ্যুত্থানকে গোষ্টীস্বার্থে ব্যবহার না করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্যকে শক্তিশালী করতে উদ্যোগ নিতে হবে, কারও গোষ্ঠীস্বার্থ উদ্ধারে হাজারও মানুষ জীবন দেয় নাই।’

সভাপতির বক্তব্যে আল-আমীন রহমান বলেন, ‘পাকিস্তানের দমন-পীড়ন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে একটা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের দেশ গড়তে এদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছে। সেই মুক্তিযুদ্ধকে দলীয় গোষ্ঠীস্বার্থ উদ্ধারে ব্যবহার করেছে আওয়ামী লীগ। ‘২৪ এর অভ্যুত্থানের পরও আমরা দেখছি একটি পক্ষ যাদের গায়ে ‘৭১ কালিমা রয়েছে তারা ‘২৪ এর অভ্যুত্থানকে ‘৭১ এর মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে। আমরা স্পষ্ট করে বলি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে রাষ্ট্রের লড়াই আমরা ‘৭১ এ করেছি ‘২৪ সেই একই লড়াইয়ের ধারাবাহিকতা। যারা একে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে।’

ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমীন রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুসরাত হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক উৎসব মোসাদ্দেক, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, দফতর সম্পাদক অনুপম রায় রূপক, কেন্দ্রীয় সদস্য জিনাত আরা, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি তুহিন ফরাজি, ঢাবি ছাত্র ফেডারেশনের সংগঠক সীমা আক্তারসহ নেতারা।

/আরআইজে/
সম্পর্কিত
ছয় সিবিএ নেতার জামিন শুনানিতে হট্টগোল, বিব্রত বিচারক
সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপের দাবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
সর্বশেষ খবর
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ