X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

প্রবাসীদের জন্য আলাদা কমিটি করেছে ‘জাতীয় নাগরিক কমিটি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২২

প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে ‘কেন্দ্রীয় ডায়াস্পোরা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। রবিবার (৯ ফেব্রুয়ারি) বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের জন্য নতুন এই কমিটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন, তারা যে শুধু এই মুভমেন্টের সময় ছিলেন তা কিন্তু নয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই মানুষগুলো যেভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছে। সেজন্য সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমরা তাদের সেই সম্মানটা কখনও দিতে পারেনি। আমরা এয়ারপোর্টে তাদের সেই পরিমাণ সম্মান, ভালো ব্যবহার সেটা নিশ্চিত করতে পারিনি এবং একজন প্রবাসী একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে তাদের যেসব সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার ছিল তা আমরা পারেনি।

তিনি বলেন, ‘আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সে জায়গা থেকে আমরা চিন্তা করি এই মানু্‌ষগুলো আমাদের অন্যতম বড় শক্তি। এবং তাদের আমাদের সেই যথাযথ সম্মানটা দিতে হবে। সেই লক্ষ্যে নাগরিক কমিটি যখন আমরা গঠন করি, তখন থেকেই আমরা চিন্তা করেছি; কীভাবে এই মানুষগুলোকে যুক্ত করা যায়।

‘লোকাল রিজিয়ন’ থেকে শুরু করে দীর্ঘ বাছাই প্রক্রিয়ার পর এই ‘সেন্ট্রাল ডায়াস্পোরা ফোরাম’ গঠন করা হয়েছে বলেও জানান সারোয়ার তুষার। তিনি বলেন, ‘আমরা চাই যে এই সেন্ট্রাল ডায়াস্পোরা পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে বড় ভূমিকা রাখবে। আমাদের দেশ থেকে এখন যেরকম মেধাবীরা বাইরে চলে যাচ্ছে, তারা যেন লেখাপড়া শেষে দেশে ফিরে আসে সেই ব্যবস্থা করা যায়।’

জাতীয় নাগরিক কমিটির প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতেও কাজ করছে বলেও জানান তিনি।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
এপ্রিলের ২৯ দিনেই এলো ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স
‘প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রক্সি পদ্ধতির পক্ষে গণঅধিকার পরিষদ’
‘সীমাবদ্ধতা থাকলেও প্রবাসীদের ভোটাধিকার কার্যক্রম শুরু করতে হবে’
সর্বশেষ খবর
এক ট্রাক অপরিপক্ব আম ধ্বংস করলো সাতক্ষীরা জেলা প্রশাসন
এক ট্রাক অপরিপক্ব আম ধ্বংস করলো সাতক্ষীরা জেলা প্রশাসন
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’