X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

দুদক চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে রেজোয়ানুল হক নামের এক ব্যক্তি প্রতারণা করছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। তিনি জানান, এই প্রতারককে এর আগে প্রতারণার অভিযোগে আরেকবার গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে প্রতারণা শুরু করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, রংপুরের পীরগাছা থানার বাসিন্দা আল আমিনের ছেলে রেজোয়ানুল হকের নেতৃত্বে একটি প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম-পদবি ব্যবহার করে বেআইনি প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন। তিনি প্রতারণামুলকভাবে দুদকের মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনগণের কাছ থেকে অর্থ আদায় করছেন। ইদানিং এই চক্রটি বেপরোয়া হয়ে দুদক চেয়ারম্যান এবং কমিশনারদের ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে অসাধু কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দুদকের এই কর্মকর্তা আরও জানান, প্রতারক রেজোয়ানুল হক তার সহযোগী ইয়াসমিন আক্তার নামের এক নারীর নামে রংপুরের কোতোয়ালি থানার নবাবগঞ্জ বাজারের আজহার প্লাজার ঠিকানায় থাকা ডাচ বাংলা ব্যাংকের শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলে। যার নম্বর-৭০১৭ ৪১৩৩ ৬৭৫২০। ওই অ্যাকাউন্টে বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখিয়ে লাখ লাখ টাকা আদায় করেছে। যা দুদকের গোয়েন্দা শাখা পরিচালিত অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও তার অপর সহযোগী মোছা. জরিনা বেগমের নগদ অ্যাকাউন্ট (০১৮৯৮৬১১৬৭৪) নম্বরেও প্রতারণামূলক অর্থ আদায়ের তথ্য রয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষকে হয়রানি করাসহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। দুর্নীতি দমন কমিশন কারও বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্ত শুরু করলে চিঠির মাধ্যমে ওই ব্যক্তিকে জানানো হয়। টেলিফোনে কারও সঙ্গে যোগাযোগ করা হয় না। চিঠিটি ভুয়া কিনা সেটাও নিশ্চিত হওয়ার জন্য দুদকের প্রধান কার্যালয় অথবা নিকটস্থ বিভাগীয় ও জেলা কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করেছে দুদক।

বিষয়টি ছাড়াও অন্য কোনও প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে, অথবা উল্লেখিত প্রতারক চক্রের বর্তমান অবস্থান সম্পর্কে কোনও তথ্য কারও কাছে থাকলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর জন্য কিংবা নিকটস্থ দুদক কার্যালয় বা স্থানীয় থানার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
নারী পাচার: ৫ এজেন্সি মালিক ও জনশক্তি ব্যুরোর ৪ জনের বিরুদ্ধে মামলা
সাবেক এমপি শম্ভুর ৩৩ বিঘা জমি জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে