X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
এক বছরে সোয়া কোটি যাত্রী পারাপার

চ্যালেঞ্জিং হলেও যাত্রীসেবায় অনন্য রেকর্ড শাহজালালের

ইমরান আলী
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭

জুলাই অভ্যুত্থানের পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক পরিবর্তন এসেছে। কর্মীদের নিরলস প্রচেষ্টা, আন্তরিক সেবা ও সমন্বয়ে অনেকটা বদলে গেছে বিমানবন্দরের সার্বিক চিত্র। বিদায়ী বছরে ১ কোটি ২৪ লাখ ৮৭ হাজার যাত্রীকে সেবা দিয়ে অনন্য রেকর্ড গড়েছে শাহজালাল। সংশ্লিষ্টরা বলছেন, এ বিমানবন্দর দিয়ে এত বিপুল সংখ্যক যাত্রীর চাপ সামলানো চ্যালেঞ্জিং ছিল। তারপরও কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।

এক বছরে ১ কোটি ২৪ লাখ ৮৭ হাজার যাত্রীকে সেবা দেওয়ার বিষয়ে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘এটি একটি বিরাট চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিয়েই কর্তৃপক্ষ সেবা দিয়ে যাচ্ছে। থার্ড টার্মিনালের পুরোপুরি অপারেশন শুরু হলে যাত্রী আরও বাড়বে।’

চ্যালেঞ্জিং হলেও যাত্রীসেবায় অনন্য রেকর্ড শাহজালালের বেবিচক সূত্র জানায়, গত বছরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ১ কোটি ২৪ লাখ ৮৭ হাজার ৭০৬ জন যাত্রীকে সেবা দেওয়া হয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ১৫০। এতে দেখা গেছে, এক বছরে যাত্রী বেড়েছে ৮ লাখ ৬ হাজার ৫৫৬ জন বা ৬ দশমিক ৯ শতাংশ। তাদের বেশিরভাগই আন্তর্জাতিক যাত্রী। গত বছর আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা বেড়েছে ৭ লাখ ২৯ হাজার ৬৩৯ জন। তবে অভ্যন্তরীণ গন্তব্যে ৭৬ হাজার ৯১৭ জন কমেছে। এতে অভ্যন্তরীণ রুটে এক বছরে ফ্লাইট কমেছে ৮ হাজার ১০৬টি। আন্তর্জাতিক রুটে যাত্রী বাড়ার কারণে এক বছরে ফ্লাইট বেড়েছে ১ হাজার ১২৫টি। এ কারণে জেট ফুয়েলের চাহিদা বেড়েছে ৩২ হাজার ৫৯৮ মেট্রিক টন।

চ্যালেঞ্জিং হলেও যাত্রীসেবায় অনন্য রেকর্ড শাহজালালের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবীর ভূঁঞা বলেন, ‘যাত্রীসেবা ও নিরাপত্তার বিষয়ে জিরো টলারেন্স নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাহী পরিচালককে। যাত্রীদের প্রতিটি অভিযোগকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেবার মানসিকতা নিয়েই কাজ করতে হবে প্রত্যেককে।’

তিনি জানান, চোখে পড়ার মতো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে জরুরি ও অগ্রাধিকার ভিত্তিতে। যেমন- প্রবাসী লাউঞ্জ, ওয়েটিং লাউঞ্জ, হেল্প ডেস্ক, হজ ইউনিট, দ্রুত লাগেজ ডেলিভারি, ওয়েব পোর্টাল চালু, প্রশিক্ষণ দেওয়া, পরিষ্কার ও বিশুদ্ধতা নিশ্চিত করা, বিএমইটিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি সংক্রান্ত মডিউল চালু, গ্রিন চ্যানেল চালু, নতুন টেলিফোন, ইন্টারনেট, নতুন ট্রলি সংযোজন, হটলাইন চালু, ডমেস্টিকে যাত্রীদের আসন সংযোজন, নির্দেশিকা প্রতিক, মশক নিধন পদ্ধতি, আংশিক ই-গেট চালু, পাখি হঠানোর জরিপ, শাটল বাস চালুর মতো যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।

চ্যালেঞ্জিং হলেও যাত্রীসেবায় অনন্য রেকর্ড শাহজালালের এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে, প্রবাসীদের জন্য চালু করা দুটো লাউঞ্জ। একটি ভেতরে আরেকটি বাইরে। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল রেমিট্যান্স যোদ্ধাদের জন্য জন্য ভিআইপি লাউঞ্জ সুবিধা দেওয়ার ঘোষণা দেন। তার নির্দেশেই জরুরি ভিত্তিতে ওই দুটি লাউঞ্জ চালু করা হয়।

আমির হোসেন নামে এক যাত্রী বলেন, ‘সত্যিই ভালো একটা কাজ। আগে যেখানে লাগেজ পেতাম দুই ঘণ্টায়, এখন সেটা পেয়েছি এক ঘণ্টায়। আগে যেখানে ট্রলি পাওয়া যেতো না, এখন দেখা গেছে ট্রলিম্যান দাঁড়িয়ে ডাকছেন, কিছু লাগবে বলে সহযোগিতায় এগিয়ে আসেন। আগে যেখানে মাথায় লাগেজ নিয়ে ক্যানপি থেকে গোলচত্বর যেতাম, এখন সেখানে পেয়েছি শাটল বাস। আরও পাচ্ছি ফ্রি টেলিফোন সুবিধা ও ইন্টারনেট কানেকশন। এখনকার সেবা নিয়ে আমরা সন্তুষ্ট।’

চ্যালেঞ্জিং হলেও যাত্রীসেবায় অনন্য রেকর্ড শাহজালালের বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘আমাদের কাজটাই যাত্রীদের জন্য। রেমিট্যান্স যোদ্ধাদের কীভাবে আরও বেশি সুবিধা ও নিরাপত্তা দেওয়া যায়, সেটা নিয়ে আরও কাজ হচ্ছে। আত্মতুষ্টির জন্য কাজ না করে দেশের জন্যই করতে হবে। এটাই আমাদের দায়িত্ব ও কর্তব্য। এটা যাত্রীদের নাগরিক অধিকার।’

তিনি বলেন, ‘এই বিমানবন্দর দিয়ে গত বছর বার মিলিয়নেরও বেশি যাত্রীকে সেবা দেওয়া হয়েছে। চলতি বছরের শেষে যাত্রীর সংখ্যা আরও বাড়বে। এখানে দৈনিক কমপক্ষে দেড়শ’ ফ্লাইট ও ১৩০টির মতো ডমেস্টিক ফ্লাইট পরিচালিত হয়। এখন পর্যন্ত ৮৮ শতাংশ যাত্রীর কাছে ১৫ মিনিট থেকে ৬০ মিনিটের মধ্যে লাগেজ ডেলিভারি নিশ্চিত হয়েছে। লাগেজ বহনের সুবিধার্থে বিমানবন্দরে নতুন সংযোজনের পর ট্রলির সংখ্যা বেড়ে ৩ হাজার ৬০০টিতে দাঁড়িয়েছে।’

চ্যালেঞ্জিং হলেও যাত্রীসেবায় অনন্য রেকর্ড শাহজালালের কামরুল ইসলাম বলেন, ‘আগমন ও বহির্গমন এলাকায় যাত্রীদের তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে নতুন করে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। যাত্রীদের কথা বিবেচনা করে আগমনী এলাকায় দুটি এবং বহির্গমন এলাকায় তিনটি হেল্প ডেস্কে ৫৪ জন সহকর্মী ২৪ ঘণ্টা বিনামূল্যে যাত্রীদের বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা দিয়ে যাত্রীসেবা দিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘এটা সত্যিই কঠিন কাজ। ৮০ লাখের ধারনক্ষমতার এই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী যাতায়াত করেছে। এটা যেমন চ্যালেঞ্জের তেমনই আনন্দের। কারণ আমরা সব যাত্রীকে সর্বাত্মকভাবে সেবা দিতে পেরে আনন্দিত।’

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ডিসেম্বরেই আমরা থার্ড টার্মিনাল চালু করবো: বেবিচক চেয়ারম্যান
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
প্রকৌশলীদের অবদানেই বিমানবন্দরগুলো আধুনিকতার নতুন স্তরে পৌঁছেছে: বেবিচক চেয়ারম্যান
সর্বশেষ খবর
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ