রাজধানী মিরপুরের পল্লবীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) ও মোছা. শাহিনুর বেগম নামে দুজন আহত হয়েছেন। আহত দুজন সম্পর্কে ভাই-বোন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
পরে তাদের গুলিবিদ্ধ অবস্থায় ভোর সোয়া ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোরের দিকে নারীসহ গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়েছে। আহত দুজন বর্তমানে জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
আহতদের ভগ্নিপতি আমির হোসেন জানান, তার শ্যালক জসিম টিভি শো-রুমের ব্যবসায়ী। শনিবার ভোরের দিকে শবে বরাতের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। তার অভিযোগ, এ সময় বাসার সামনে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজের সঙ্গে কথা-কাটাকাটি হয় জসিমের। একপর্যায়ে শহিদুল জসীমউদ্দীনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জসিম উদ্দিনের ডান এবং বাম পায়ের হাঁটুর ওপরে দুটি গুলি লাগে।
এ সময় তার বোন শাহিনুর বেগম ভাইকে বাঁচাতে এগিয়ে এলে শাহিনুর বেগমের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে বলেও জানান আমির হোসেন। পরে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকাল ৬টার পর তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।