X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

শিক্ষকদের বিক্ষোভ থেকে আটক কয়েকজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৫

সচিবালয় অভিমুখে যাওয়ার পথে হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ওপর লাঠিপেটা, জলকামান ব্যবহার ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এসময় কয়েকজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য জানিয়েছেন।

সাময়িক ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করতে আন্দোলনকারী কয়েকজনকে আটক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের ছেড়ে দেওয়া হবে। দাবি আদায়ের বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মাসুদ আলম বলেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগে ছিলেন। সেখান থেকে দুপুরের পর হঠাৎ তারা প্রেস ক্লাবের সামনে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় তাদের বিপক্ষে যায়। আজকে একটি রায় হওয়ার কথা ছিল, তা জানেন সবাই। পরে রায়টি আর হয়নি। কয়েকদিন পরে হবে হয়তো। এ বিষয় তারাও খুব ভালোভাবে জানে। কিন্তু তারা ইচ্ছা করে আমাদের বলছে, আমরা প্রেস ক্লাবে যাবো। প্রেস ক্লাবের কথা বলে তারা শিক্ষা ভবনের কাছে এসে সচিবালয়ের দিকে যাওয়া শুরু করেন।

সচিবালয় প্রটেকটিভ এরিয়া উল্লেখ করে তিনি বলেন, এখানে ১৪৪ ধারা সবসময় জারি থাকে। আমরা সচিবালয়ের সামনে এলাও করতে পারি না। পরে আমরা শিক্ষা ভবন মোড়ে তাদের আটকে দিয়েছি। ছেলেরা চলে গেলেও মেয়েরা মোড়ে বসে পড়েন। তাদের পানি মারা হলেও সেখানে অবস্থান করেন। এরপর আমরা হালকা কাঁদানে গ্যাস দিই, যা তাদের চোখে লাগে। এরপর সবাই সেখান থেকে উঠে যান। এখন তারা বিভিন্ন দিকে চলে গেছেন।

ডিসি মাসুদ আলম বলেন, এই একই গ্রুপ গত দুই সপ্তাহে অন্তত সাত থেকে আট বার বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে যাচ্ছেন। কখনও রাস্তা দখল করছেন, কখনও সচিবালয়, কখনও হাইকোর্ট আবার কখনও শাহবাগ। আজকে আবার শিক্ষা ভবনের সামনে। আমি বারবার তাদের বলেছি, যেহেতু বিষয়টা নিয়ে হাইকোর্টের আদেশ বা রায় হয়েছে, সেহেতু আইনগতভাবে মোকাবিলা করেন। তারপরও তারা রাস্তায় থাকছেন। তাদের ধারণা, রাস্তায় থাকলে চাকরি ফেরত পাবেন।

তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। লিখিত-মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩১ অক্টোবর ফলাফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন। তবে নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করলে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। পরে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
গোলটেবিল বৈঠকে বক্তারা‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’