ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের ৮টি ফ্ল্যাট, ১৭ দশমিক ১৬ একর জমি ও চারতলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা ৪৫ হাজার শেয়ার ও ৩০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এসব সম্পদের মধ্যে রয়েছে— ঢাকায় ও চট্টগ্রামে ছয় কোটি ৩৭ লাখ টাকা মূল্যের আটটি ফ্ল্যাট। এ ছাড়া খাগড়াছড়িতে ১৫ একর জমি, কেরানীগঞ্জে ৬০ শতাংশ জমি, মোহাম্মদপুরে সাড়ে ৪৯ শতাংশ জমি, গাজীপুরে ১২৭ শতাংশ জমি ও মোহাম্মদপুরে চারতলা ভবন রয়েছে। এছাড়া অবরুদ্ধ হওয়া অস্থাবর সম্পদের মধ্যে এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের পিস্তল রয়েছে। মেঘনা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, এফএসআইবিএল ব্যাংক ও নগদ মিলিয়ে ১৯ কোটি ২৯ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
স্নিগ্ধা ওয়াটার ট্রান্সপোর্টের ১৫ হাজার শেয়ার, স্নিগ্ধা ওভারসিজে আটশো শেয়ার, স্নিগ্ধা ইকুইটিজে ২৫ হাজার শেয়ার ও স্নিগ্ধা ডিজাইনের পাঁচ হাজার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।
নিজাম উদ্দিন হাজারী ২০১১ সালের ১৮ জানুয়ারির নির্বাচনে ফেনী পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১২ সালে তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজাম হাজারী আওয়ামী লীগের মনোনয়নে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।