X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

হঠাৎ বৃষ্টি: ভিজলো বই, কমলো দর্শনার্থী

ঢাবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৫

আকস্মিক বৃষ্টিতে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট বইমেলার নিমিষেই ঘটেছে ছন্দপতন। বেশিরভাগ স্টল-প্যাভিলিয়নই গুছিয়ে উঠতে না পারায় ভিজেছে বই।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৃষ্টি শেষে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, হঠাৎ করে বৃষ্টি আসায় বইমেলার বেশিরভাগ স্টলই পূর্বপ্রস্তুতির অভাবে পরিপূর্ণভাবে গুছিয়ে উঠতে পারেনি। কোনোভাবে পলিথিন দিয়ে ঢেকে বইগুলো ভেজা থেকে রক্ষার চেষ্টা করা হলেও অধিকাংশ স্টলেই ভিজেছে সামনের সারিতে থাকা কিছু বই। তবে কেউই বড় কোনও ক্ষতির সম্মুখীন হননি।

মেলা প্রাঙ্গণে জমা বৃষ্টির পানি

অবসর প্রকাশনীর মোহাম্মাদ রাসেল বলেন, ‘আমাদের অল্প কিছু বই ভিজেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে পলিথিন দিয়ে ঢেকে দিতে পেরেছি। বেশি বই ভিজেনি, তেমন ক্ষতিও হয়নি। তবে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে তা হলো বইমেলার আজই শেষ ছুটির দিন। আজ আমাদের বিক্রির প্রত্যাশা ছিল প্রচুর, কিন্তু বৃষ্টির কারণে সেটিই সম্ভব হয়নি।’

প্রথমা প্রকাশনীর শাকিল বলেন, ‘সামনের সারির বইগুলো ভিজেছে। যতদ্রুত সম্ভব আমরা বইগুলো সরিয়ে ফেলার এবং ঢেকে দেওয়ার চেষ্টা করেছি। তারপরও পূর্বপ্রস্তুতি না থাকায় কিছু বই ভিজে গেছে।’

বৃষ্টি থেকে রক্ষা পেতে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বই

বৃষ্টির কারণে সাজিয়ে রাখা সব বই নিচে নামিয়ে ফেলেছে অন্যধারা প্রকাশনী। পুরো প্যাভিলিয়ন ঘিরে ফেলা হয়েছে পলিথিন দিয়ে। অন্যধারা প্রকাশনীর আব্দুল্লাহ বলেন, ‘বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে আমরা বইগুলো নিচে নামিয়ে ফেলি। দোকানের গঠনের কারণে অল্প সময়েই আমাদের কয়েকটি বই ভিজে যায়। বাতাস থাকায় বৃষ্টি ভেতরে চলে আসছিল বলে আমরা দ্রুত ঢেকে দিয়েছি।’

এদিকে বইমেলা ঘুরে দেখা যায়, আকস্মিক বৃষ্টিতে দর্শনার্থীর সংখ্যা কমেছে। চলাচলের রাস্তায় পানি জমে যাওয়ায় যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়েছে। স্টলগুলোর সামনেও পানি জমেছে।

/আরআইজে/
সম্পর্কিত
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
হাসপাতালে বসে মামলার বাদীকে হুমকির অভিযোগ
রাজধানীতে ডিবির অভিযানে আ.লীগের চার সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ