X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

‘পাঠক শূন্যতায়’ বইমেলার লিটলম্যাগ চত্বর

ঢাবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৭

বইমেলার একসময়ের অন্যতম জনপ্রিয় লিটলম্যাগ চত্বর বর্তমানে ভুগছে পাঠক শূন্যতায়। সংশ্লিষ্টরা বলছেন, একসময় নিয়মিত প্রকাশ হওয়া ‘লিটল ম্যাগাজিন’ আর প্রকাশিত হয় না। পাঠকের পছন্দের বিবর্তনের কারণেও একসময়কার জনপ্রিয় লিটলম্যাগ এখন শুধুই একটি চত্বর।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বইমেলা ও লিটলম্যাগ চত্বর ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ সংলগ্ন স্থানে অবস্থান লিটলম্যাগ চত্বরের। বইমেলায় দর্শনার্থীদের ভিড় থাকলেও একেবারেই ভিন্ন চিত্র এখানে। এবার লিটলম্যাগ চত্বরে ১৩০টি স্টল বরাদ্দ দেওয়া হলেও এর প্রায় অধিকাংশ স্টল এখনও খোলাই হয়নি। খোলা স্টলগুলোতেও নেই পাঠকের আনাগোনা। বিক্রেতারা শুধু বসে আছেন পরিচিত কিছু পাঠকের আশায়।

লিটলম্যাগ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকবছর লিটলম্যাগ চত্বরের সাজসজ্জা নিয়ে অভিযোগ ছিল। লিটলম্যাগ চত্বর মেলার আয়োজক কমিটির অবহেলার শিকার– এমন অভিযোগও ছিল তাদের। তবে বিগত বছরের তুলনায় এবার সাজসজ্জায় পরিবর্তন এসেছে এই চত্বরের। এবার লিটলম্যাগ চত্বরকে নান্দনিকভাবে সাজানো হয়েছে। চত্বরে দেওয়া হয়েছে বসার বেঞ্চ, আলোর ব্যবস্থাও বাড়ানো হয়েছে। 

‘সংস্কৃতি’ স্টলে দায়িত্বে থাকা মো. বুরহান বলেন, এবার পরিবর্তিত পরিস্থিতিতে মেলায় লেখক-পাঠকও কম আসছে। ১৯ দিন পার হয়েছে। অথচও অর্ধেকের বেশি স্টল এখনও খোলেইনি। 

মূলমঞ্চ

বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই অভ্যুত্থানে নারীরা: প্রিভিলেজের দায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মির্জা তাসলিমা সুলতানা। আলোচনায় অংশগ্রহণ করেন শাওলী মাহবুব। সভাপতিত্ব করেন রেহনুমা আহমেদ।

লেখক বলছি মঞ্চ

নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- লেখক ও গবেষক ড. সুকোমল বড়ুয়া এবং গবেষক তাহমিদাল জামি।

নতুন বই

২৩তম দিনে বইমেলায় নতুন বই এসেছে ৬৭টি। এর মধ্যে কবিতার বই রয়েছে ২১টি এবং উপন্যাস আটটি।

সোমবারের অনুষ্ঠান

সোমবার অমর একুশে বইমেলার ২৪তম দিন মেলা শুরু হবে বিকাল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ: অমলেন্দু বিশ্বাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সাইদুর রহমান লিপন। আলোচনায় অংশগ্রহণ করবেন শাহমান মৈশান। সভাপতিত্ব করবেন মিলনকান্তি দে।

/ইউএস/
সম্পর্কিত
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
উত্তরায় ঢাবির বাস ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৫
উত্তরায় ঢাবির বাসে হামলা, ছাত্র সংগঠনগুলোর নিন্দা
সর্বশেষ খবর
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি