X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

যাত্রাবাড়ীতে যুবককে গুলি করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২০

রাজধানীর যাত্রাবাড়ীর সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীদের গুলিতে মো. জাহিদ (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।  

গুলিবিদ্ধ মো. জাহিদ পেশায় একজন পোশাককর্মী। তিনি রাজধানীর গেন্ডারিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার লক্ষ্মীপুরা গ্রামে।  

পথচারী হৃদয় আহত জাহিদকে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি এক যুবক পড়ে আছে, তার পা থেকে রক্ত ঝরছে। পরে জানতে পারি, ছিনতাইকারীরা তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে এবং পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করেছে।

তিনি বলেন, তার বাম পায়ে গুলি লেগেছে। আমরা দেরি না করে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। তবে তার কাছ থেকে কত টাকা ছিনতাই হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারিনি।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। 

থানা পুলিশ বলছে, এঘটনায় ওসিসহ পুলিশ সদস্যরা কাজ করছে। সম্প্রতি যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে রাতের বেলা নির্জন রাস্তায় একা চলাচল করা মানুষদের টার্গেট করছে অপরাধীরা। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চলছে।  

স্থানীয়রা অভিযোগ করেছেন, সুতি খালপাড় ও আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরেই ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার দাবি জানিয়েছেন।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গরুর হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী
নারী সংস্কার কমিশন বাতিলের দাবি মেন ফাউন্ডেশনের
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’