X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সিঙ্গাপুরের জনশক্তিমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ২৩:১৯আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২৩:২০

সিঙ্গাপুরে জনশক্তিমন্ত্রী ড. ট্যান সি লেংয়ের সঙ্গে শুক্রবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি অভিবাসী শ্রমিকদের প্রতি সিঙ্গাপুর যে পেশাদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ড. ট্যান সিঙ্গাপুরে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নির্মাণ খাতে বাংলাদেশিসহ অভিবাসী শ্রমিকদের প্রশংসা করেন।

সাক্ষাৎকালে তারা সিঙ্গাপুরে কাজে যেতে ইচ্ছুক কর্মীদের এন্ড-টু-এন্ড যাত্রা আরও উন্নত করতে, ব্যয় হ্রাস করতে এবং স্বচ্ছতা বাড়াতে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে উপায় নিয়ে তারা আলোচনা করেছেন।

সিদ্দিকী সিঙ্গাপুরের দ্বিতীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড. তানকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, এর ফলে দক্ষতা ও ক্ষেত্রের একটি বিস্তৃত পরিসর তৈরি হবে যেখানে বাংলাদেশি মেধাবীরা অবদান রাখতে পারে।

সিঙ্গাপুরের জনশক্তিমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ এর আগে, সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে আইপিএ'র জন্য নতুন অনলাইন সত্যায়ন সেবার উদ্বোধন করেন বিশেষ দূত সিদ্দিকী। আইপিএ, বা ইন-প্রিন্সিপাল অনুমোদন, সিঙ্গাপুর সরকার কর্তৃক জারি করা প্রাথমিক ওয়ার্ক পারমিট। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ মিশনে একজন দক্ষ কর্মকর্তার মাধ্যমে আইপিএ দেখা ও অনুমোদন নিতে হয়।

নিয়োগকর্তা এবং তাদের এজেন্টরা দীর্ঘদিন ধরে প্রক্রিয়াটির এই অংশের জন্য বাংলাদেশ মিশনে সশরীরে হাজির হওয়াকে হয়রানি হিসেবে অভিযোগ করেছেন। নতুন সমাধান প্রবর্তনের সঙ্গে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যেতে পারে বলে জানান তারা। সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠকে সিদ্দিকী তাদের অভিযোগ সমাধানের প্রতিশ্রুতি দেন।

পরবর্তীকালে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনারসহ একটি আন্তঃমন্ত্রণালয় গ্রুপ কয়েক বছর ধরে স্থগিত থাকা অনলাইন প্রক্রিয়াটি কয়েক সপ্তাহের মধ্যে চালু করার বিষয়টি নিশ্চিত করেন।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, 'প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এবং উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিবাসী শ্রমিকদের কল্যাণকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন। আমরা বিমানবন্দরের অভিজ্ঞতা এবং পাসপোর্ট পরিষেবা উন্নত করতে, বিমান ভাড়া পর্যবেক্ষণ করতে এবং সাধারণত তাদের উদ্বেগের প্রতি আরও প্রতিক্রিয়াশীলভাবে কাজ করার জন্য কাজ করছি। যদিও আরও অনেক কাজ করা দরকার, তবে কিছু ইতিবাচক ফলাফল দেখতে পারা উৎসাহজনক।

/এসও/এমএস/
সম্পর্কিত
এপ্রিলের ২৯ দিনেই এলো ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স
‘প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রক্সি পদ্ধতির পক্ষে গণঅধিকার পরিষদ’
‘সীমাবদ্ধতা থাকলেও প্রবাসীদের ভোটাধিকার কার্যক্রম শুরু করতে হবে’
সর্বশেষ খবর
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
৫০০ কর্মীর সমন্বয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
৫০০ কর্মীর সমন্বয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’