আগামীকাল সোমবারের (১৭ মার্চ) মধ্যে ৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট বঞ্চিত ২২৭ জন ক্যাডার অফিসারকে গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
রবিবার (১৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ৪৩তম বিসিএস এর গেজেট বঞ্চিত ক্যাডার অফিসারদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফারিয়া ইসলাম বলেন, ‘১০ মাস ধরে দুই ধাপে পুলিশ ভেরিফিকেশনের পর গত বছরের ১৭ নভেম্বর আমাদের ২২৭ জনের যোগদানের তারিখ নির্ধারণ করে ১৫ অক্টোবর গেজেট প্রকাশিত হয়। পরবর্তীতে ২৮ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের যোগদান পিছিয়ে চলতি বছরের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু গত ৩০ ডিসেম্বর যোগদানের একদিন আগে প্রকাশিত নতুন গেজেটে আমাদের ২২৭ জনের নিয়োগ স্থগিত করে গেজেট প্রকাশ করা হয়, যা আমাদের জীবনকে এক অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ২২৭ জন সুপারিশপ্রাপ্ত অফিসারের নিয়োগ স্থগিত হলে ৩১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান করে গেজেট থেকে বাদ দেওয়ার যৌক্তিক কারণ জানতে চাই। সেই পরিপ্রেক্ষিতে ২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের কাছে পুনঃবিবেচনার জন্য আবেদনপত্র আহ্বান করে। ফলে আমরা সবাই সেই সুযোগ গ্রহণ করি। এরপর ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান যদি কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কারাদেশ না থাকে, তবে তারা যোগদান করতে পারবেন। এই প্রক্রিয়ার সঙ্গে যেহেতু প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির দফতর জড়িত, সেক্ষেত্রে নতুন গেজেট প্রকাশিত হতে দুই থেকে তিন কর্মদিবস প্রয়োজন হতে পারে। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও সেই গেজেট আলোর মুখ দেখেনি।’
এই পরিস্থিতি উল্লেখ করে তিনি আগামীকালের মধ্যে ২২৭ জন গেজেট বঞ্চিত ক্যাডারদের গেজেটভুক্ত করার দাবি জানান।
এ সময় শিক্ষা ক্যাডার থেকে বাদ পড়া রায়হান মিয়া বলেন, ‘সামনে ঈদ আসছে। আমরা যেন এই ঈদটা পরিবারের সঙ্গে আনন্দের সহিত উদযাপন করতে পারি, সে জন্য ঈদের আগেই আমাদের যোগদান নিশ্চিত করতে হবে।’