X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

মাজার ভাঙচুরকারীদের শাস্তি না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৫, ১৫:৩৮আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৫:৩৮

মাজার ভাঙচুরকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ‘বিশ্ব সুফি সংস্থা’।

মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রবিবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই হুঁশিয়ারি দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, পাবনার দোগাছী ইউনিয়নের কায়েমকোলা গ্রামের কাজী শাহাবুদ্দিন হাফেজিয়া মাদ্রাসার সেক্রেটারি মাওলানা আব্দুল হাই ফারুকীর নেতৃত্বে ফেসবুকে মাজার ভাঙার ধারাবাহিক প্রচার-প্রচারণা চালানো হয়। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় জনসাধারণকে উসকে দিয়ে এবং মাদ্রাসার শিক্ষার্থী ও উগ্রবাদী মৌলবিদের নিয়ে শনিবার (২২ মার্চ) সকাল ১০টায় সুফি সাধক দেলোয়ার হোসাইন আল জাহাঙ্গীরের বাসভবন ও খানকা শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

তারা বলেন, মৌলবাদী গোষ্ঠীর এই ষড়যন্ত্র ও হামলা থেকে নিরাপত্তা পাওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বারবার সাহায্য চেয়েও পাওয়া যায়নি। বরং ওই এলাকার উগ্রবাদী জনতা মবদের পক্ষ নেয়। স্থানীয় পুলিশ সুফি সাধক দেলোয়ার হোসাইন আল জাহাঙ্গীরকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানায়।

এ সময় বিশ্ব সুফি সংস্থা থেকে বেশকিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো– মাজারে হামলাকারী অপরাধী চক্রকে দ্রুত গ্রেফতার করতে হবে; সুফি স্থাপনা, মাজার ও দরগাহগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে; যেসব রাজনৈতিক দল উগ্রবাদীদের মদদ দিচ্ছে, তাদের জনসমক্ষে চিহ্নিত করা হবে।

এছাড়া সুফি ঐতিহ্য রক্ষায় আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ কামনা করেন তারা।

সভায় নিজেদের পরবর্তী কর্মসূচির ঘোষণা করে বক্তারা বলেন, সরকার ও প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা রাজধানী ও জেলাগুলোতে টানা অবস্থান ধর্মঘট দেবো। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবো। দেশব্যাপী ‘মাজার রক্ষা গণআন্দোলন’ গড়ে তুলবো।

এ সময় তারা বলেন, মাজার ভাঙচুরকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো এবং উগ্রবাদীদের আশ্রয়দাতা ও প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামবো। প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে আমাদের নায্য দাবি আদায় করবো।

মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় এবং শাহ সুফি মাওলানা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন– সুরেশ্বর দরবার শরীফের পীর শাহ্ নুরে হাসান দিপু নুরী আল সুরেশ্বরী, সুফি আফতাব জিলানী, সুফি নাসির উদ্দিন চিশতী, শাহ সুফি মোস্তাক আহমাদসহ আরও অনেকে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
গরুর হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী
শ্রমিকদের বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি
পাটের তৈরি পোশাক ও ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন
সর্বশেষ খবর
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’