বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) রাজধানীর কাওলার আমবাগান-১ নম্বর মসজিদ সংলগ্ন মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বেবিচকের প্রায় দেড় হাজার কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
বেবিচকের এভসেক কর্মকর্তা মাসুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এই ইফতার মাহফিলে শুধুমাত্র বেবিচকের নিজস্ব কর্মকর্তা-কর্মচারী অংগ্রহণ করেন। আমরাই তাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। কর্মকর্তাদের মধ্যে পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন।’
তিনি আরও জানান, ইফতার মাহফিলে জুলাই অভ্যুথানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।