X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

চিফ প্রসিকিউটরের পদত্যাগ দাবিসহ ট্রাইব্যুনাল গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ১৬:৪১আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৭:১৭

জুলাই-আগস্ট গণহত্যার বিচার দ্রুত না হলে ট্রাইব্যুনাল (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নিহত-আহতদের পরিবারের সদস‍্যরা। একইসঙ্গে তারা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবি করেছেন।

সোমবার (২৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান ফটকের সামনে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে তারা এই হুঁশিয়ারি দেন।

এ সময় তারা ‘আওয়ামী লীগকে নিষিদ্ধে দাবি’, ‘ছাত্রলীগ-সহ সব অপরাধীর বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া তারা আসামিদের দ্রুত গ্রেফতার, অভিযোগ গঠন ও বিচার ত্বরান্বিত করে আসামিদের ফাঁসির দাবি তোলেন।

শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, এখানে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) বিচারের নামে প্রহসন হচ্ছে। টাকার বিনিময়ে চিফ প্রসিকিউটর বিক্রি হয়ে গেছেন। গণহত্যার বিচার দ্রুত না হলে এই ট্রাইব্যুনাল (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৫ সেপ্টেম্বর অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

এরপর গত ১৮ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেফতারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য এক মাস সময় দিয়েছিলেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাইব্যুনালে পুলিশের সাবেক এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতার অভিযোগ
প্যারোলে মুক্তি চান দীপু মনি
শেখ হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ ট্রাইব্যুনালের
সর্বশেষ খবর
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
জেলের জালে অর্ধলক্ষ টাকা দামের কাতল
জেলের জালে অর্ধলক্ষ টাকা দামের কাতল
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’