জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে আরও ৭২ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তামিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এ তথ্য জানান।
তিনি বলেন, 'তামিম এখন আগের চেয়ে ভালো আছেন, স্বাভাবিকভাবে কথা বলছেন এবং খাওয়া-দাওয়া করছেন। তবে হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা হাসপাতালে থাকতে হবে। এই সময়ের আগে তাকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিষয়টি তামিম ও তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে।'
এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তামিমকে আগামী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তিনি বাসায় অবস্থান করতে পারবেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন, তবে এই সময়ের মধ্যে কোনও ধরনের খেলাধুলায় অংশ নেওয়া যাবে না। তামিমের মাঠে ফেরার বিষয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মহাপরিচালক।
হাসপাতালের পরিচালক ড. রাজীব হাসান জানান, 'তামিম একটি ক্রিটিক্যাল সময় পার করেছেন, তবে এখন অনেকটাই সুস্থ। তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন, খাওয়া-দাওয়া করছেন। আমরা খুব শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে পারবো, তবে এটি তার পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আগামী তিন মাস তামিম পর্যবেক্ষণে থাকবেন এবং তার হার্টের অবস্থা আরও ভালো হচ্ছে কিনা, সেটি নিয়মিত পরীক্ষা করা হবে।'
উল্লেখ্য, সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করলে দ্রুত সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তিনি দুটি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। হার্টে ব্লক ধরা পড়ায় তার রিং পরানো হয়েছে।