এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। শনিবার (২৯ মার্চ) বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
এহছানুল হক বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, পুলিশ, শ্রমিক-মালিক সমিতির নেতাদের সঙ্গে একযোগে বসে আমরা এ চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এবারের ঈদযাত্রায় কোনও ধরনের চাঁদাবাজি থাকবে না; অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না; ছিনতাই, চুরি, ডাকাতি হবে না; মলম পার্টির উপদ্রব থাকবে না; সর্বোপরি মানুষ শান্তিতে ও নির্বিঘ্নে ঘরে ফিরে যাবে এবং একইভাবে আসার সময় আমরা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাবো।
বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সড়ক সচিব বলেন, বিআরটিএ প্রতিটি বাস টার্মিনালে বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও পুলিশ ও র্যাবের টিম সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। বাড়তি ভাড়া আদায়সহ যাত্রীদের সব ধরণের সমস্যা সমাধানে অভিযোগ পাওয়া মাত্রই অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।