X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
গণতান্ত্রিক অধিকার কমিটির বিবৃতি

বীক্ষণ মঞ্চের ধ্বংস: সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর অব্যাহত আক্রমণের অংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ মে ২০২৫, ১৯:৫০আপডেট : ০২ মে ২০২৫, ১৯:৫০

ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরে ময়মনসিংহ সাহিত্য সংসদের ঐতিহাসিক ‘বীক্ষণ’ মঞ্চ বুলডোজার দিয়ে ধ্বংস করেছে জেলা প্রশাসন। গণতান্ত্রিক অধিকার কমিটির এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছে। অবিলম্বে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে— এই মঞ্চ পুনরায় নির্মাণ করে দেবার দাবি জানাচ্ছে। 

শুক্রবার (২ মে) এক সংবাদ গণতান্ত্রিক অধিকারের পক্ষে কমিটির সদস্য আনু মুহাম্মদের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দীর্ঘ ৪০ বছর ধরে তিলে তিলে গড়ে ওঠা ময়মনসিংহের সাহিত্য ও সংস্কৃতির এই প্রোজ্জ্বল বাতিঘরটিকে সরকারি ক্ষমতার দম্ভে যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তা কেবল একটি স্থাপনার বিনাশ নয়, বরং মুক্তচিন্তা, সৃজনশীলতা এবং একটি অঞ্চলের দীর্ঘ লালিত সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর নগ্ন ও পরিকল্পিত আক্রমণ। আমরা দেখছি সরকারি ক্ষমতা ব্যবহার করে কতিপয় গোষ্ঠী শিল্প সংস্কৃতি সৃজনশীল জগতে নানাভাবে হামলা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্বল ও হাস্যকর অজুহাত তুলে প্রশাসনের এই বর্বরোচিত আচরণ স্পষ্টতই ক্ষমতার চরম অপব্যবহার এবং সংস্কৃতি কর্মীদের প্রতি গভীর বিদ্বেষ ও চরম অবজ্ঞা প্রদর্শনের শামিল। গত চার দশক, প্রতি শুক্রবার যেখানে কবি-সাহিত্যিকদের পদচারণায় মুখরিত থাকতো, যেখানে সাহিত্য, দর্শন ও শিল্পের অবাধ আলোচনা ও চিন্তার মুক্ত আদান-প্রদান ঘটতো, সেই পবিত্র স্থানটিকে ধ্বংস করার মাধ্যমে প্রশাসন কেবল ইট-কাঠের কাঠামো ভাঙেনি বরং ময়মনসিংহের আত্মাকে ক্ষতবিক্ষত করেছে এবং দেশের সংস্কৃতিচর্চার ধারাবাহিকতাকে মারাত্মকভাবে আঘাত করেছে।

গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ কেবল একটি অবকাঠামো ছিল না, এটি ছিল একটি জীবন্ত ইতিহাস, দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। এই মঞ্চের ধ্বংসযজ্ঞ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি বাংলাদেশে ক্রমবর্ধমান জনবিরোধী ও কর্তৃত্ববাদী অপতৎপরতারই অংশ, যেখানে ভিন্নমত ও সৃজনশীলতাকে নির্মূল করার জন্য রাষ্ট্রযন্ত্র নির্লজ্জভাবে ব্যবহৃত হচ্ছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে আরও লক্ষ্য করছি, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে লেখক শিক্ষক শিল্পীদের বিরুদ্ধে নির্বিচারে হয়রানিমূলক মিথ্যা হত্যা মামলা দায়ের এবং তথাকথিত মব জাস্টিসের নামে অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এই ঘৃণ্য পরিস্থিতি একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গড়ে তোলার আকাঙ্ক্ষার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে। এসব অপচেষ্টা জনগণের শিল্প সংস্কৃতি ও ইতিহাসচর্চার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা আশঙ্কা করছি। সরকার এগুলোর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ না করলে, এর দায় তাদের নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা অবিলম্বে এসব অন্যায়, অগণতান্ত্রিক ও সংস্কৃতিবিদ্বেষী অপতৎপরতার সঙ্গে জড়িত সব ধরনের কুচক্রী ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একইসঙ্গে, আমরা আবারও অবিলম্বে ঐতিহ্যবাহী ‘বীক্ষণ মঞ্চের’ রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পুনর্নির্মাণের জোর দাবি জানাচ্ছি। দমনপীড়ন, ভয়ভীতি ও ষড়যন্ত্র দিয়ে মুক্তচিন্তা ও সৃজনশীলতার অগ্রযাত্রা ঠেকানো যায় না। আমরা আশা করি, বাংলাদেশের সর্বস্তরের মানুষ এসব আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার