X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী

‘মানবাধিকারের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে নেওয়ার অঙ্গীকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৫

বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষ সংগঠক গড়ে তুলি, সংগঠনকে সংহত করি‘- এই স্লোগানের আলোকে শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টায় এ উপলক্ষ্যে সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে পতাকা উত্তোলন কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মানবাধিকার সংগ্রামের সাথে সাথে নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে নেওয়ার অঙ্গীকার করেন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক মালেকা বানু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. ফওজিয়া মোসলেম।  

জাতীয় সংগীত পরিবেশন করেন ঢাকা মহানগর কমিটির সদস্য সৈয়দা রত্না ও মাধবী বণিক এবং রোকেয়া সদনের তত্ত্বাবধায়ক অশ্রু ভট্টাচার্য।    

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘বাংলাদেশ মহিলা পরিষদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ দুটি একই সময়ে একইসঙ্গে হাত ধরাধরি করে চলছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নারীর চেতনার যে জাগরণ ঘটেছিল তাকে কেন্দ্র করে গড়ে ওঠে বাংলাদেশ মহিলা পরিষদ। মুক্তিযুদ্ধের চেতনার বিকাশের সঙ্গে সঙ্গে নারীর শক্তি সংগঠিত হয়েছে, নারী আন্দোলন অগ্রসর হয়েছে এবং বাংলাদেশের অগ্রগতির প্রতিটি পর্যায়ে নারীর অবদান দৃশ্যমান হয়েছে ঠিকই। তবে একইসঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় যেমন সংকট তৈরি হয়েছে তেমনি নারীর জীবনে চলার ক্ষেত্রেও অনেক সংকট তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, যে কোনও সংকটকে মোকাবিলার জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্য ধরে আগাতে হয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করতে হয়।’

সমাজে যতদিন না মানবাধিকার প্রতিষ্ঠা হবে, ততদিন মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সাথে সাথে নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও চলতে থাকবে বলেও অঙ্গীকার করেন ডা. ফওজিয়া মোসলেম। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে নারীর সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ারও আহ্বান জানান।  

একসময় বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃত্ব দিয়েছেন সুফিয়া কামাল, হেনা দাস, মনোরমা বসু এবং আয়শা খানমের মতো নেতৃত্ব; যা অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন দিনে আমরা স্মরণ করি আমাদের বাংলাদেশের তৃণমূলের সব মা-বোনদের, যারা অক্লান্ত পরিশ্রম করে, নানা ত্যাগ স্বীকার করে আজকে মহিলা পরিষদকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা, সম্পাদক-মণ্ডলী, ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
হেফাজতের মহাসমাবেশ, লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
সর্বশেষ খবর
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন