X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ওসমানী বিমানবন্দরের কার্গো অপারেশন চালু ২৭ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৫, ২৩:০৬আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২৩:০৬

আগামী ২৭ এপ্রিল থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো অপারেশন চালু হতে যাচ্ছে।

এ কার্যক্রমের পূর্বপ্রস্তুতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে শুক্রবার (১৮ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কার্গো টার্মিনাল এরিয়া ও সংশ্লিষ্ট মেশিনারিজ সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বেবিচক চেয়ারম্যান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের আওতায় নির্মাণাধীন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, অ্যাপ্রোন এলাকা, প্রশাসনিক ভবন, কন্ট্রোল টাওয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হন।

পরিদর্শনের সময় বেবিচক সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স), প্রকল্প কাজে নিয়োজিত চীনের প্রতিনিধিরা,  প্রকল্প পরিচালক, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এবং সংশ্লিষ্ট প্রকল্পের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরসহ ওই বিমানবন্দরের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

বেবিচক চেয়ারম্যান প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই উন্নয়ন কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই প্রকল্পগুলো  বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের যাত্রীসেবা আরও সহজ, আধুনিক ও আন্তর্জাতিক মানের হবে। এটি দেশের সামগ্রিক বিমান চলাচল ব্যবস্থায় একটি মাইলফলক স্থাপন করবে।”

/আইএ/এমএস/
সম্পর্কিত
বেবিচক সব সময় তথ্য অধিকার আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: চেয়ারম্যান
বেবিচক চেয়ারম্যান কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত
শাহজালালের থার্ড টার্মিনালশেষ সময়ে বদলে গেলো প্রকল্প পরিচালক, প্রশাসনিক জটিলতার শঙ্কা
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’