X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার আসামিসহ গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৫, ১৬:৫৪আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৬:৫৪

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আসামিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতি ও শুক্রবার (২৪ ও ২৫ এপ্রিল) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– শুকতাইল ইউনিয়নের সাবেক চেযারম্যান ও শুকতাইল ইউনিয়ন আওযামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মো. আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ পারভিন শিমু (৪২), ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) এবং উত্তরা থানা আওয়ামী লীগের কর্মী মনিরুল ইসলাম (৩৮)।

শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে মো. আবেদ আলী শেখ এবং রাত ৯টার দিকে বাংলামোটর এলাকা থেকে মমতাজ পারভিন শিমুকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মো. আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি।

একই রাতে বনানী এলাকায় ডিবি-সাইবার বিভাগের অভিযানে গ্রেফতার হন জাকির হোসেন সাগর। তিনি স্বীকার করেছেন, সম্প্রতি গুলশানে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে অংশ নেন। এছাড়া তিনি ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলারও আসামি।

শুক্রবার ভোরে ডিবি-মিরপুর বিভাগ অভিযান চালিয়ে মিরপুর এলাকা থেকে এম আর বাদলকে এবং উত্তরা এলাকা থেকে ডিবির অপর একটি টিম মনিরুল ইসলামকে গ্রেফতার করে। মনিরুল ১৮ এপ্রিল উত্তরা বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেন বলে স্বীকার করেছেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এবি/আরকে/
সম্পর্কিত
ক্যান্টনমেন্টে বাসায় চুরি, গ্রেফতার ৫
সাবেক কৃষিমন্ত্রীর এপিএস আল আমিন গ্রেফতার
প্রেমের জেরে পুলিশ সদস্যকে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬
সর্বশেষ খবর
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট