X
রবিবার, ১৫ জুন ২০২৫
১ আষাঢ় ১৪৩২
তিতাসের অভিযান 

আট মাসে ৩৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ এপ্রিল ২০২৫, ১৯:৪৬আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২০:৪৬

তিতাসের উচ্ছেদ অভিযানে গত আট মাসে ৩৪ হাজার ৫৪টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭৬ হাজার ২৩৭টি বার্নার চুলা বিচ্ছিন্ন করা হয়। এই অভিযানে ১৫৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতবছরের সেপ্টেম্বর থেকে রবিবার (২৭ এপ্রিল) পর্যন্ত আট মাসে অভিযান পরিচালনা করে ২৪৬টি শিল্প, ১৬৫টি বাণিজ্যিক ও ৩৩ হাজার ৬৪৩টি আবাসিক বাসায় এই অভিযান চালানো হয়।

এদিকে ২৭ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে তিতাসের মেঘনা ঘাটের আওতাধীন পিরোজপুর (মক্কা ফুট ও মাদ্রাসার আশেপাশের পিরোজপুর) সোনারগাঁও এলাকায় অবৈধ চুন কারখানা এবং জৈনপুর, পিরোজপুর, সোনারগাঁও এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৫০০ আবাসিক বার্নার চুলার অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে। 

এছাড়াও কোম্পানির বৈধ বাণিজ্যিক গ্রাহক মেসার্স অস্ট্রিজ চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, মুগড়াপাড়ায় অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংযোগটি তাৎক্ষণিক বিচ্ছিন্ন করা হয়। এসময় বার্নার ১৪টি, বিভিন্ন ব্যাসের এমএস পাইপ ৭০ ফুট (আনুমানিক) ও হোজ পাইপ ৪৫০ ফুট (আনুমানিক) জব্দ করা হয়। অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ২২ হাজার ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয় করা গ্যাসের আনুমানিক দাম ৩ লাখ ৫৮ হাজার ৮৩৬ টাকা।

একই দিনে আঞ্চলিক রাজস্ব শাখা-নারায়ণগঞ্জ, আঞ্চলিক রাজস্ব উপ-শাখা ফতুল্লা-কুতুবপুরের আওতাধীন এলাকায় সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ৯টি সংযোগ (যার বার্নার চুলার সংখ্যা ৪১টি) বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় তাৎক্ষণিকভাবে বকেয়া গ্যাস বিল ২ লাখ ১১ হাজার ৬৮০ টাকা নগদ আদায় করা হয়েছে।

এছাড়া, তিতাসের ভিজিল্যান্স বিভাগ (ঢাকা মেট্রো) সাজমা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি পরিদর্শন করে অনুমোদিত লোড ৬ হাজার ৬৮৫ সিএফটি’র জায়গায় ১ হাজার ১৪০ সিএফটির স্থাপনায় গ্যাস সংযোগ দেখতে পাওয়ায় গ্রাহকের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও, তিতাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ-চন্দ্রা, জোবিঅ-টাংগাইলের আওতাধীন রানার চালা, গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল এলাকার দুটি স্পটে মোট ২৩টি আধাপাকা বাড়ি ও ৩টি ভবনের অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নসহ হাউজলাইন অপসারণ করা হয়। এতে মোট ১৫৬টি অবৈধ চুলার সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। এ সময় মোট ৪৬০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
মঙ্গলবার টঙ্গীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান
গোপালগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সর্বশেষ খবর
বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন আংশিক স্থগিত
ইরানে ইসরায়েলি হামলাবিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন আংশিক স্থগিত
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার মিলান ফুটবলার 
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার মিলান ফুটবলার 
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গ বিবিসিকে যা বললেন প্রধান উপদেষ্টা
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গ বিবিসিকে যা বললেন প্রধান উপদেষ্টা
সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য, ১০ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস
সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য, ১০ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস
সর্বাধিক পঠিত
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
আবারও বেড়েছে স্বর্ণের দাম
আবারও বেড়েছে স্বর্ণের দাম
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২