X
বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

লিফটে নামতে ‘বাধা’, ১৭ মিনিট পর এজলাস ছাড়লেন মমতাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ২০:৩৮আপডেট : ১৩ মে ২০২৫, ২২:১৪

জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মিরপুর থানা এলাকার মো. সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোক সংগীতশিল্পী মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন শুনানি শেষে সাত তলা থেকে লিফটে নিচে নামতে গেলে তাকে ‘বাধা’ দেন বিএনপিপন্থি আইনজীবীরা। পরে শুনানির ১৭ মিনিট পর তাকে লিফটে নামানো হয়।

মঙ্গলবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এ ঘটনা ঘটে। এদিন বেলা ২টা ১৭ মিনিটের দিকে আদালতের হাজত খানায় আনা হয় মমতাজকে। বেলা ২টা ১৭ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  আদালতে মমতাজকে আনা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা তিনটা বাজার আগে তাকে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশের আশ্রয়ে লিফটে আদালতের সপ্তম তলায় ওঠানো হয়। এসময় আইনজীবীরা তাকে দেখে মারতে উদ্যত হলে পুলিশের তৎপরতায় তারা পিছিয়ে যান। পরে হুড়োহুড়ির মাঝে বেলা ৩টার দিকে তাকে এজলাসে তোলা হয়। এসময় আদালত কক্ষে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত হন। তীব্র গরমের মাঝে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকেন তারা। এক পর্যায়ে হট্টগোল শুরু হয়। মমতাজকে নিয়ে বিভিন্ন ধরনের স্লেজিং কথা বলতে থাকেন।

পরে আদালতের অনুমতি নিয়ে উপস্থিত আইনজীবীদের শান্ত থাকার অনুরোধ করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। পরে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী শুধু ওকালত নামা জমা দেন। তবে  তিনি আদালতে বক্তব্য রাখেননি।

এরপর ৩টা ২৮ মিনিটে শুনানি শেষে বিচারক মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে এজলাস থেকে বের করার জন্য আদালত কক্ষ খালি করার চেষ্টা করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। আদালত থেকে বেরিয়ে আইনজীবীরা লিফটের সামনে দাঁড়িয়ে যান। লিফটের সামনে মানব দেয়াল তৈরি করে তারা পুলিশের উদ্দেশে বলতে থাকেন, ‘সিঁড়ি দিয়ে নিয়ে যান। লিফটে যাওয়া যাবে না।’

তবে নিরাপত্তার কথা চিন্তা করে লিফটকে বেছে নেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। আইনজীবীদের বারবার অনুরোধ করেও সরাতে না পেরে মমতাজকে এজলাসে রাখার জন্য বিচারকের কাছ থেকে অনুমতি নেন। এসময় আইনজীবীরা পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।

পরে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর অনুরোধে আইনজীবীরা সরে দাঁড়ান। পরে পৌনে ৪টার দিকে তাকে লিফটে করে নিচে নামিয়ে হাজত খানার উদ্দেশে নেওয়া হয়। এসময়ও মমতাজের ওপর আক্রমণের চেষ্টা করেন আইনজীবীরা।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীর
আইভীকে গ্রেফতার করে নেওয়ার পথে গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ ২৫২ জনের বিরুদ্ধে মামলা
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীর
২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীর
পরিবেশবান্ধব কারখানায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল
পরিবেশবান্ধব কারখানায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিও ট্রেজারারকে অব্যাহতি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিও ট্রেজারারকে অব্যাহতি
৬০০ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ নিশ্চিত করলেন ট্রাম্প
৬০০ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ নিশ্চিত করলেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার