ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থি মতাদর্শের শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান।
সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রবিবার (১৮ মে) ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।
অধ্যাপক মোর্শেদ বলেন, সাম্য মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। সাম্য হত্যার আজ পাঁচ দিন পূর্ণ হলো। এই পাঁচ দিনে আমরা একটি আইওয়াশ অ্যারেস্ট দেখেছি, যা আমরা মানতে বাধ্য না। সাম্য হত্যার প্রকৃত হত্যাকারী কে, সেটি বের করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি। আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে যদি সাম্য হত্যার প্রকৃত খুনিকে খুঁজে বের করা না হয়, তাহলে আমরা আরও জোরালো আন্দোলনে যাবো।
তিনি বলেন, আমরা কোনও ব্যক্তি স্বার্থে কাজ করবো না। সাম্য হত্যার মোটিভকে অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে একটি গ্রুপ। আগে সাম্য হত্যার বিচার হবে, তারপর আমরা অন্য আলাপ করবো। বিগত ২ মাস আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে হত্যা করা হয়েছে। সেই হত্যারও বিচার হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক হত্যা হয়েছে। বিচার হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো— সাম্য হত্যার বিচার থেকে শুরু করেন।
সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম বলেন, সাম্য হত্যার বিচার চাই আমরা। কোনও অগ্রগতি দেখছি না। শুধু দেখছি মিছিল-মিটিং। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনও মিছিল মিটিং ও পার্কিংয়ের জায়গা হবে সেটা আমরা চাই না। সোহরাওয়ার্দী উদ্যানের ব্যবস্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আনা হোক।
এসময় ঢাবি সাদা দলের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।