আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের আচরণের ব্ষিয়টি ভিডিও করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় এবার সেই বিচারকের বিরুদ্ধে জাতীয়তাবাদী ঢাকা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।
রবিবার (১৮ মে) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান।
খোরশেদ আলম বলেন, একজন বিচারক হয়ে সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া উনি কীভাবে এজলাসের ভিডিও ধারণ করে প্রকাশ করেছেন। আমি মনে করি, সুপ্রিম কোর্ট ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের আইনজীবীদের অন্যায়ভাবে হিউমিলিয়েট করার জন্য আমরা আইনজীবী সমাজ ব্যবস্থা নেবো।
তিনি আরও বলেন, আপনি তো আওয়ামী লীগের সময় অ্যাপয়েন্টেড, সেজন্য বিএনপির আইনজীবীদের সঙ্গে এরকম আচরণ করেন। আপনি স্বৈরাচারের দোসরের মতো কাজ করেন। উনি এবং ওনার স্ত্রী একই জায়গায় চাকরি করতেছেন। কিসের শক্তিতে? সাইবার ট্রাইব্যুনালের সমস্যার সময় তিনি আইনজীবী সমাজের বিরুদ্ধে অনেক মানহানীকর বক্তব্য রাখেন বলে মন্তব্য করেন তিনি।
শনিবারের জামিন শুনানির ব্যাপারে তিনি বলেন, এ মামলার আসামি হানিফ মেম্বার ইসলামী আন্দোলনের কেরাণীগঞ্জ মডেল থানার সভাপতি। ফ্যাসিবাদ হঠাতে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উনি বিএনপি নেতা আমানুল্লাহ আমানের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী সময়ে মাঠে ছিলেন। তিনি সামনের কাতারের একজন নেতা ছিলেন। সংবাদ সম্মেলনে জামিন চাওয়ার যৌক্তিকতা তিনি তুলে ধরেন।
উল্লেখ্য, গতকাল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে জামিন শুনানিতে অপেশাদারত্বমূলক আচরণের অভিযোগ উঠে অ্যাডভোকেট খোরশেদ আলমসহ চার জন আইনজীবীর বিরুদ্ধে। বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চেয়ে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।