X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সকালেই বৃষ্টিতে নাকাল নগরবাসী, দিনভর যানজটের শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১০:১৯আপডেট : ২২ মে ২০২৫, ১০:৪৭

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার দুপুরের পরে রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এরপর সন্ধ্যায় কমে এলেও মধ্যরাতে বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। সেই ধারাবাহিকতায় বৃষ্টি হয়েছে সকালেও। বৃহস্পতিবার (২২ মে) সকালে সূর্যের দেখা পাওয়া যায়নি। ভোর থেকেই আকাশ ছিল মেঘলা। বেলা ৯টা নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়তে থাকে। এতে অফিসগামী মানুষ আর স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। এই বৃষ্টি আজকে সারাদিন থেমে থেমে বিভিন্ন এলাকায় হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

এদিকে, বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার গত দুদিনের মতো রাজধানীর কাকরাইল এবং শাহবাগ এলাকায় আন্দোলন-কর্মসূচির কারণে রাস্তা বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে। এতে করে আশেপাশের এলাকায় দুপুরের আগে থেকে যানজট শুরু হতে পারে। গতকাল কাকরাইল, মৎস্য ভবন এলাকায় ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচির মাধ্যমে রাস্তা বন্ধ করে রাখে বিএনপির কর্মীরা। এখনও তারা সেখানেই অবস্থান করছে। অন্যদিকে বেলা ১১টা নাগাদ সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তায় অবস্থান নেওয়ার কর্মসূচি আছে ছাত্রদলের। এতে করে এসব এলাকায় যানজটের শঙ্কা আছে। পাশাপাশি আশেপাশের এলাকায়ও এর প্রভাব পড়তে পারে। একদিকে বৃষ্টি আর অন্যদিকে এই রাস্তায় আটকিয়ে আন্দোলনের কারণে রাজধানীবাসী আজও চরম ভোগান্তির শিকার হতে যাচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

ছবি: মহসীন কবির আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়,  রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়। ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
সর্বশেষ খবর
উপজেলা পর্যায়ে অধস্তন আদালত চায় জামায়াত
উপজেলা পর্যায়ে অধস্তন আদালত চায় জামায়াত
উপমার ‘শেষ ভালোবাসা’
উপমার ‘শেষ ভালোবাসা’
গণতন্ত্রপন্থি বিক্ষোভের বার্ষিকীতে অবরুদ্ধ নাইরোবির রাস্তা
গণতন্ত্রপন্থি বিক্ষোভের বার্ষিকীতে অবরুদ্ধ নাইরোবির রাস্তা
সরকারের নীতি ও কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: প্রেস সচিব
সরকারের নীতি ও কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: প্রেস সচিব
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট