রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হল সংলগ্ন ফুটপাত থেকে এক নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে চকবাজার থানা-পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।
তিনি বলেন, বকশীবাজার থেকে পলাশী যাওয়ার পথে বুয়েটের আহসানউল্লাহ হলের দেয়ালঘেঁষা ফুটপাতে একটি বাজারের ব্যাগে পলিথিন ও কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নবজাতকটি ছেলে এবং বয়স আনুমানিক এক দিন। কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
এসআই বলেন, নবজাতক শিশুটিকে উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ফরেনসিক বিভাগকে ডিএনএ নমুনা সংগ্রহ এবং প্রয়োজনীয় আলামত পরীক্ষা করে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে সৎকারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।