রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় একদিনে আরও ১ হাজার ২৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলার পলাকত ও গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি ৮৭৫ জন এবং অন্যান্য অপরাধে ৪০৯ জন রয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (৯ জুলাই) সারা দিন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১ হাজার ২৮৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি শটগান, একটি এলজি, একটি পুরাতন বিদেশি রিভলভার, একটি শর্টগানের খালি খোসা, একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি সামুরাই, একটি স্টিলের ফোল্ডিং স্ট্রিক, পাঁচ রাউন্ড কার্তুজ এবং চারটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।