X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

চাঁদাবাজি হয়েছে তবে আমি জড়িত নই: কাউন্সিলর রতন

শাহেদ শফিক
০৮ জানুয়ারি ২০২১, ১১:০০আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১১:০০

 

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন গুলিস্তানের পুরাতন বাজার হকার্স মার্কেট বা পোড়া মার্কেটের নকশা বহির্ভূত অবৈধ দোকানের বৈধতা দেওয়ার নামে সংস্থাটির ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ ছিল কাউন্সিলর রতন সংস্থার মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামে বিপুল অঙ্কের অর্থ আদায় করেন।

গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের পর মেয়র তাপস কাউন্সিলর রতনকে কারণ দর্শাও নোটিশ প্রদান করেন। নোটিশের জবাবে কাউন্সিলর রতন সেই চাঁদাবাজির কথা স্বীকারও করেন। তবে বলেন, ওই মার্কেটে চাঁদাবাজি হয়েছে। তবে এর সঙ্গে তিনি জড়িত নন। তাছাড়া কারা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত তিনি তাদের নামও গোপন রেখেছেন। এ অবস্থায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে তার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে বলেও দাবি করেন তিনি।

এর আগে গত ১৭ ডিসেম্বর ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে ব্যবসায়ীরা কাউন্সিলর রতনের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকনে। এসময় তারা অভিযোগ করেন, রতন মার্কেটের অবৈধ দোকানগুলো বৈধ করে দেবেন বলে মেয়র তাপসের নামে বিপুল অঙ্কের চাঁদা আদায় করেন। ব্যবসায়ীদের এমন দাবি গণমাধ্যমে প্রকাশের পর ওই দিন সন্ধ্যায় মেয়র তাপস রতনকে কারণ দর্শাও নোটিশ প্রদান করেন। নোটিশে তাকে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এমন নোটিশ পেয়ে কাউন্সিলর রতন ২৮ ডিসেম্বর তার জবাব দাখিল করেন। তাতে তিনি অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অবহিত করে বলেন, উক্ত মার্কেটে মোট দুই হাজার ২৩৪টি দোকান বরাদ্দ প্রদান করেন তৎকালীন মরহুম মেয়র জনাব মোহাম্মদ হানিফ এবং সাদেক হোসেন খোকা। মার্কেটের তৃতীয় ও চতুর্থ তলার নির্মাণ কাজ বর্তমানে চলমান আছে। তবে মার্কেটের ৭ম তলা পর্যন্ত দোকান বরাদ্দ দেওয়া হয় তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকার আমলে।

তিনি আরও বলেন, মার্কেটের নিচ তলার কার পার্কিংয়ের স্থানে করপোরেশন অসাধু কর্মকর্তারা উক্ত মার্কেটের সমিতির অসাধু সমিতির অসাধু কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে ৩২৭টি দোকান অবৈধভাবে বরাদ্দ দেন। আমি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন কালে সেসব অবৈধ দোকান উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন বিদেশ থেকে ফিরে আসায় মেয়রের দায়িত্ব গ্রহণের কারণে আমি ওই দোকানগুলো সম্পূর্ণ উচ্ছেদ করতে পারিনি।

তবে ভারপ্রাপ্ত একজন মেয়র এমন বড় ধরনের কাজ চালাতে পারেন না বলে আইনগত নিষেধ রয়েছে। কিন্তু রতন ক্ষমতার অপব্যবহার করে ব্যবসায়ীদের ভয় দেখানোর জন্য তখন এই অভিযান পরিচালনার উদ্যোগ নেন বলে অভিযোগ ব্যবসায়ীদের।

রতন আরও বলেন, ‘ওই সময় উক্ত দোকানগুলোকে বৈধতা দেওয়ার নাম করে কিছু কুচক্রিমহল সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও সাবেক মেয়রের দালাল হিসেবে পরিচিত কিছু অসাধু লোকের মাধ্যমে দোকানের ভাড়া কাটা ও ট্রেড লাইসেন্সের নামে করে উক্ত দোকানদারদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করেন।’

 তবে সেসব দালাল কারা সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য উপস্থাপন করেননি তিনি।

নোটিশের জবাবে রতন তার বিরুদ্ধে স্থানীয় সরকার আইনে ব্যবস্থা গ্রহণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ যাতে করা না হয় সে জন্য মেয়রের কাছে অনুরোধ করেন। বলেন, নতুবা আমার অপূরণীয় ক্ষতি হবে।

নোটিশ প্রসঙ্গে জানতে চাইলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নূরী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ২০ নং ওয়ার্ড কাউন্সিলরের লিখিত জবাব পেয়েছি। মেয়র দেশের বাইরে রয়েছে। তিনি ফিরলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

 

/এমআর/
সম্পর্কিত
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু
৩০০ ফুট সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ‘ওভার স্পিড’ মামলা
সড়কে অসুস্থ হয়ে আনসার সদস্যের মৃত্যু
সর্বশেষ খবর
জাভিকে বরখাস্ত করতে যাচ্ছেন বার্সা প্রেসিডেন্ট
জাভিকে বরখাস্ত করতে যাচ্ছেন বার্সা প্রেসিডেন্ট
ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে  নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে নোঙর করতে দেয়নি স্পেন
প্রধানমন্ত্রী পুলিশের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছেন: আইজিপি
প্রধানমন্ত্রী পুলিশের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছেন: আইজিপি
ঈদ উপলক্ষে বাজারে এলো ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী পণ্য
ঈদ উপলক্ষে বাজারে এলো ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী পণ্য
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক