X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মধুবাগ, মগবাজার এলাকায় দিনভর গ্যাস নেই, ভোগান্তি চরমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৩

গ্যাস পাইপলাইন সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। আগে থেকে মাইকিং করে এই বিষয়ে জানানো হয়েছে বলে তিতাস দাবি করলেও, স্থানীয়দের অভিযোগ এ ধরনের কোনও প্রচারণা চালানো হয়নি। ফলে সকালে উঠে ওইসব এলাকার বাসিন্দারা দেখেন গ্যাস নেই। অনেকে তিতাস অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন গ্যাস আসবে সন্ধ্যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া এই ধরনের ভোগান্তি মেনে নেওয়া কঠিন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

মধুবাগের বাসিন্দা মিলি সরকার বলেন, সকালে উঠে দেখি গ্যাস নাই। পরে খোঁজ নিয়ে জানলাম পাইপলাইনের কাজের জন্য গ্যাস বন্ধ রয়েছে। আসবে সেই সন্ধ্যায়। এতক্ষণ কীভাবে সব করবো, আগে থেকে আমরা কিছুই জানতাম না।

নোয়াটোলা থেকে রবিন রহমান বলেন, মাইকিংয়ের কথা তিতাস বললেও আমরা কোনও কিছু শুনিনি। এর আগেও দুই দিন গ্যাসের লাইন কেটে গেছে বলেও গ্যাস ছিল না। এইভাবে কাজ করতে গিয়ে আর কত ভোগান্তি পোহাবে গ্রাহক।

এদিকে তিতাসের জরুরি বিভাগ থেকে জানানো হয়, মগবাজার ও মধুবাগ এলাকার পাইপলাইনের মেরামতের কাজ চলছে। এ কারণে তিতাস গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে।
তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর মগবাজার তালতলা গলি, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানায় তিতাস গ্যাস।

জরুরি শাখার এক কর্মকর্তা বলেন, এর আগে পর পর দুইদিন রাস্তার কাজ করতে গিয়ে গ্যাসের লাইন কাটা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। তাই এবার মাইকিং করে গ্যাস বন্ধ রাখার কথা আমরা জানিয়েছি। আমরা চেষ্টা করছি সন্ধ্যা ৬টার মধ্যে সরবরাহ শুরু করতে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

 

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
বাংলাদেশের আম নিতে চায় চীন
বাংলাদেশের আম নিতে চায় চীন
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ