X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

চকবাজারে বসেনি ইফতারির বাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ২০:৪৫আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ২০:৪৫

ঢাকায় ইফতারির বাজার বললে প্রথমেই চলে আসে পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারির জমজমাট বাজারে কথা। হাজারও লোকজনের সমাগম হয় এ বাজারে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যে বাজার জমজমাট থাকতো, এবার সেখানে কোনও বাজারই বসেনি। মূলত চকবাজারের শাহী মসজিদের সামনের সড়কে ইফতারের অস্থায়ী বাজার বসে প্রতি বছর। বুধবার (১৪ এপ্রিল) বিকালে গিয়ে দেখা যায়, ওই এলাকায় কোনও ইফতারির দোকান বসেনি। স্থায়ী কিছু রেস্তোরাঁ আর কয়েকজন ফেরিওয়ালা ছাড়া কোনও দোকান খোলা নেই।

ইফতারের দোকান না বসলেও আছরের নামাজের পর মানুষের আনাগোনা শুরু হয়। তবে ইফতারের দোকান খেতে না পেয়ে কমতে থাকে মানুষের উপস্থিতি। এ ছাড়াও চকবাজারের যেসব রাস্তায় প্রতি বছর ইফতারির বাজার বসতো, সেখানে গিয়ে দেখা যায়, পুরো রাস্তা একেবারেই খালি। ইফতারির  কোনও দোকান বসেনি।

মজাদার ইফতারি কিনতে না পেরে তরমুজ কিনছেন কেউ কেউ জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলাকালে রাস্তায় কোনও ধরনের ইফতারির দোকান না বসার নির্দেশ দিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে এরইমধ্যে বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদেরও জানানো হয়েছে। মূলত এ কারণেই এবার কোনও ভ্রাম্যমাণ দোকান বসেনি চকবাজারে।

তবে কেবল স্থানীয়রাই নয়, লকডাউনের মাঝেও আশেপাশের  এলাকা থেকে কেউ কেউ  এসেছিলেন চকবাজারের ইফতারি কিনতে। জামশেদ আলাম এসেছেন ঝিগাতলা থেকে। তিনি বলেন, ‘প্রত্যেক বছর প্রথম রোজায় চকবাজার থেকে ইফতারি কিনে নিয়ে যাই, এবারও আসলাম। কিন্তু কোনও দোকান বসলো না।’

রাস্তায় ইফতারির দোকান না বসায় আলাউদ্দিন সুইটমিটে ভিড় করছেন ক্রেতারা দেখা গেছে, চকবাজারে যে কয়েকটি রেস্তোরাঁ খোলা ছিল তাতেও বেচাকেনা খুব বেশি হচ্ছে না। আলাউদ্দিন সুইটমিটের বিক্রয়কর্মীরা জানালেন, এবার লকডাউনের কারণে বেশি আইটেমের আয়োজন করা হয়নি। তারপরও প্রত্যাশিত ক্রেতা না থাকায় সেগুলো অবিক্রিত থেকে যেতে পারে।

 

 

 

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ