X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

৯ম জাতীয় বেতন স্কেল চান তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২১, ১৫:১৮আপডেট : ১২ জুন ২০২১, ১৫:১৯

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ৬০ শতাংশ মহার্ঘ ভাতা এবং সচিবালয়ের বাইরের দফতর-সংস্থা-অফিসসমূহে সচিবালয়ের ন্যায় পদ-পদবিসহ বৈষম্যহীন ৯ম জাতীয় বেতন স্কেল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি।

শনিবার (১২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দরা এসব দাবি তুলে ধরেন।

সংগঠনের সভাপতি মো. নুরুন্নবী তার বক্তব্যে ছয় দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হলো:

১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ১৯৭৩ সালের ১ম জাতীয় বেতন স্কেলের ন্যায় ১০ ধাপে বৈষম্যহীন ৯ম জাতীয় বেতন স্কেল ঘোষণা করতে হবে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য ১:৫ হতে হবে। পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল করতে হবে।

২. বৈষম্যহীন ৯ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য ৬০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে।

৩. আউটসোর্সিং-এ নিয়োগ প্রথা বন্ধ এবং সকল কর্মক্ষেত্রে শূন্য পদে কর্মচারী নিয়োগ ও পদোন্নতি প্রদান করতে হবে। সচিবালয়ে এবং সচিবালয়ের বাইরে সকল ক্ষেত্রে একই পদে সমশিক্ষাগত এবং একই গ্রেড প্রদানসহ মন্ত্রণালয়ের ন্যায় ১১-১৬ গ্রেডভুক্ত কর্মচারীদের ১০ম গ্রেডে পদোন্নতি দিতে হবে।

৪. কর্মচারীদের নির্যাতনমূলক সকল কালাকানুন বাতিল করতে হবে। মূল বেতনের ১০০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, তিন হাজার টাকা চিকিৎসা ভাতা, এক হাজার দুইশত টাকা যাতায়াত ভাতা, দৈনিক একশত টাকা হারে টিফিন ভাতা, দুই হাজার টাকা সন্তানদের শিক্ষা সহায়ক ভাতা, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাবদ পৃথক ভাতা প্রদানসহ সরকারি বাড়িতে বসবাসরত কর্মচারীদের মূল বেতন থেকে অতিরিক্ত টাকা কর্তন রহিত করতে হবে।

৫. কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট, পদোন্নতি, টাইমস্কেল, সিলেকশন গ্রেড অগ্রিম ঋণ মঞ্জুর স্ব-স্ব দফতর/প্রতিষ্ঠানে ন্যাস্তকরণ।

৬. অন্যান্য সংগঠনের ন্যায় ৩য় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির জন্য জায়গা বরাদ্দ ও কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মো. লুৎফর রহমান, মো. সেলিম মোল্লা, মো. খতিবুর রহমান, মো. মোজাম্মেল হক প্রমুখ।

 

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দার আটক
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!