X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বাজেটে শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দের দাবিতে স্কপের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ১৭:৩১আপডেট : ১৬ জুন ২০২১, ১৭:৩১

বাজেটে শ্রমিকদের জন্য রেশন, আবাসন, চিকিৎসা, পেনশন নিশ্চিত করতে সুনির্দ্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। 

বুধবার (১৬ জুন)  জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।  

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেটে শ্রমজীবী মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। করোনা দুর্যোগের মধ্যেও দেশের কৃষি, শিল্প, সেবাখাত, রেমিটেন্সে যে প্রবৃদ্ধি হয়েছে তার প্রধান অবদান দেশের শ্রমজীবী মানুষের। ৬ কোটি ৮২ লাখ শ্রমজীবী মানুষের সুরক্ষায় কোন পদক্ষেপের প্রতিফলন না থাকলেও তাদের পকেট থেকে অর্থ হাতিয়ে রাষ্ট্রের পকেট ভরার পরিকল্পনা প্রস্তাবিত বাজেটে আছে। বাজেটের সবচেয়ে বড় আয় আসবে পরোক্ষ কর থেকে আর এই ভ্যাট-ট্যাক্সের একটা বড় অংশ বহন করবেন শ্রমজীবী মানুষ। বাজেট প্রণয়নের পূর্বে সমাজের অনেক অংশের সাথে মতবিনিময় করলেও শ্রমজীবী বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের আঘাত থেকে রক্ষার জন্য শ্রমিক-কর্মচারীসহ নিম্নআয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ও সুলভ মূল্যে আবাসন ব্যবস্থা, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলে চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ সামাজিক বেষ্টনীর ব্যবস্থা, বাজেটে পাট-চিনি শিল্প পুনরুদ্ধার ও রক্ষা, শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা সামজিক সুরক্ষায় শিল্পঘন এলাকায় শ্রমজীবী হাসপাতাল, শিশু যত্ন কেন্দ্র স্থাপন, শ্রমজীবীদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করা, করোনায় কর্মহীন ও ক্ষতিগ্রস্থ শ্রমিকদের জন্য বিশেষ সহায়তা, ফিরে আসা প্রবাসী শ্রমিকদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ করাসহ ৯ দফা সুনির্দিষ্ট প্রস্তাব জাতীয় সংসদের মাননীয় স্পিকারের কাছে দাখিল করা হয়েছে। বাজেট পাশের পূর্বে স্কপের দাখিলকৃত প্রস্তাবসমূহ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনা দাবি জানান তারা।

ন্যায্য মজুরি, শ্রম আইনের শ্রমিক স্বার্থ রক্ষাকারী ধারাসমূহ উপেক্ষা করে, রাষ্ট্রকে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে যারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন তাদের স্বার্থ রক্ষা করে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা যায় না- উল্লেখ করে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, বাজেটে শ্রমিকদের জন্য সুস্পষ্ট বরাদ্দ ঘোষণা করতে হবে। মাথাপিছু আয় বৃদ্ধি নয়, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রকৃত আয়ের বৃদ্ধি নিশ্চিত করতে পারলে, বিদ্যমান বৈষম্য কমাতে পারলেই কেবলমাত্র দেশের অর্থনৈতিক উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে। এই সত্য উপলব্ধি ধারণ করার জন্য স্কপ নেতৃবৃন্দ অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়ক সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্কপ নেতা মেজবাহ উদ্দিন অহমেদ, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, চৌধুরী আশিকুল আলম, শামীম আরা, আজিজুন নাহার, ফিরোজ হোসাইন ও রফিকুল ইসলাম রফিক।

/এসও/এমএস/
সম্পর্কিত
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ