X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৪:০৫আপডেট : ১৭ জুন ২০২১, ১৪:০৫

গত বছরের মতে এবারও এডিস মশা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টায় ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের পলাশীতে অন্তর্বর্তীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র (এসটিএস) উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, সাধারণত এই মৌসুমে ডেঙ্গু মশার উপদ্রুত বাড়ে। তাই আমরা মশক নিধনে বছরব্যাপী নানা কার্যক্রম হাতে নিয়েছি। এতে এখন পর্যন্ত নগরবাসীকে ডেঙ্গু মুক্ত রাখতে সক্ষম হয়েছি। বছরের বাকি দিনগুলোতে মশা নিয়ন্ত্রণে রাখতে পারবো, ইনশা আল্লাহ।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরার প্রত্যন্ত এলাকাগুলো সঠিক পরিকল্পনার মাধ্যমে বৃহত্তর নগরায়ন করতে চেষ্টা করছি। নতুন ১৮টি ওয়ার্ডকে আধুনিকায়নে কাজ করছি। তার সঙ্গে সঙ্গে এই নিচু এলাকাগুলোতে মশক নিধন কার্যক্রম জোর দিয়েছি।

নগরের জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে মেয়র বলেন, গত ২ জানুয়ারি নগরের খালগুলো ওয়াসা ডিএসসিসিকে হস্তান্তর করেছে। এখন এসব খাল থেকে পলি, বর্জ্য অপসারণ করা হচ্ছে। যাত্রাবাড়ীর শনিরআখড়া, কাজলা এলাকায় এই কাজ চলমান রয়েছে। আশা করি এবার আর জলাবদ্ধতা হবে না।

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আগে যত্রতত্র বর্জ্য ছড়িয়ে থাকতো। রাস্তার বর্জ্য গড়িয়ে নালায় ডোবায় যেতো। এখন এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজিয়েছি। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে এসটিএস নির্মাণের উদ্যোগ নিয়েছি। চলতি বছরের মধ্যেই এই কার্যক্রম শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সাংসদ হাজী মো. সেলিম, ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা