X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মগবাজারে বিস্ফোরণ: মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও ২ জন

আমিনুল ইসলাম বাবু
০৬ জুলাই ২০২১, ২০:১২আপডেট : ০৬ জুলাই ২০২১, ২০:১২

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন তিন জনের মাঝে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। একজন করোনায় আক্রান্ত হয়েছেন ও অপর জন  আছেন আইসিইউতে। আর তৃতীয় জনের অবস্থা কিছুটা ভালো। বুধবার তাকে ছেড়ে দেওয়া হতে পারে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এসএম কামাল হোসেন (৪২)। তিনি ক্যাজুয়ালটি বিভাগে ছিলেন। সেখানে  থাকা অবস্থায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে  সেখান থেকে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এর আগে তার সার্জারি করা হয়েছিল।

এসএম কামাল হোসেন পেশায় একজন শিক্ষক। তিনি ময়মনসিংহ গফরগাঁও উপজেলার আক্কাস আলীর ছেলে। ঢাকায় উত্তর শাজাহানপুরে থাকেন। কামাল হোসেনের স্ত্রী সানোয়ারা খান সানু বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনার সময় তার স্বামী চশমা কেনার জন্য ওই পথ দিয়ে পায়ে হেঁটে মৌচাক মার্কেটে যাচ্ছিলেন। বিস্ফোরণে ওপর থেকে গ্লাস ভেঙে তার ওপরে পড়েছে।’

শামীম ব্যাপারী (৪২) গুরুতর আহত  অবস্থায় ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি ছিলেন। সেখানে তার আইসিইউর প্রয়োজন হয়।  না পেয়ে পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। তিনি সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মোবাইল ফোনে এসব তথ্য জানিয়েছেন শামীম ব্যাপারীর চাচতো  ভাই ছাত্তার ব্যাপারী। তিনি বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন যে, তার (শামীম ব্যাপারী) অবস্থা খুবই খারাপ। এখনও পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।’

শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলার দামবাগাইরা গ্রামের মৃত আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারী। বর্তমানে মগবাজারে ঘটনাস্থলের পাশেই ওয়্যারলেস গেট এলাকায় থাকতেন। শামীম ব্যাপারীর বড় ভাই সেলিম ব্যাপারী বলেন, ‘শামীম হোম ডেলিভারিতে ডিমের ব্যবসা করতো। দুই ভাই দুই বোনের মধ্যে সে দ্বিতীয়।’ তিনি জানান, ঘটনার সময় শামীম বাসায় ফিরছিল। পথে বিস্ফোরণের শিকার হয়। তিনি আরও জানান, শামীমের এখন জ্ঞান ফেরেনি। আর এখানে (ক্লিনিকে) তাদের প্রতিদিন গুণতে হচ্ছে ৪০ থেকে ৪৫ হাজার টাকা।

সেলিম ব্যাপারী বলেন,  ‘এখন আর আমাদের পক্ষে তার পেছনে টাকা খরচ করা সম্ভব হচ্ছে না। আমরা ঢাকা মেডিক্যাল, নিউরো সায়েন্স ইনস্টিটিউটসহ সরকারি হাসপাতালে ঘুরে কোনও আইসিইউ পাচ্ছি না। এ অবস্থায় আমরা কী যে করবো, তাও বুঝে উঠতে পারছি না।’

এদিকে আবু কালাম কালু (৩৩) নামে একজন ভর্তি রয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানকার আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, কালুর অবস্থা এখন অনেকটাই ভালো। সামনে একটি অপারেশন করা লাগতে পারে। বুধবার (৭ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে। যদি অপারেশন করা না লাগে, তাহলে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত, গত  ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তিন তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় এখনও পর্যন্ত ১২ জন মারা গেছেন। এছাড়া  দুই শতাধিক আহত হন।  ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
অগ্নিঝুঁকি নিয়ে এখনও ভবনের আন্ডারগ্রাউন্ডে মার্কেট
সায়েন্সল্যাবের ঘটনা মগবাজারের বিস্ফোরণের মতো: সিটিটিসি
মগবাজারে বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পুলিশের মামলা
সর্বশেষ খবর
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ