X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কোরবানি দিতে গিয়ে আহতদের ভিড় হাসপাতালে

সাদ্দিফ অভি
২১ জুলাই ২০২১, ১৫:৫০আপডেট : ২১ জুলাই ২০২১, ২০:১০

রাজধানীর লালমাটিয়ায় গরু কোরবানি দিতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন শহীদ। পরিবার তাকে দ্রুত নিয়ে এসেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার বাবা জানান, কোরবানির পশু জবাই দেওয়ার সময় আঙুলের ওপর দিয়ে ছুরি অসাবধানতাবশত চলে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। কালক্ষেপণ না করে জরুরি বিভাগে নিয়ে এসেছেন তিনি। চিকিৎসকের পরামর্শে আঙুলে কয়েকটি সেলাই দিতে হবে বলেও জানান তিনি।  

পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে আহত হওয়ার ঘটনা পুরনো নয়। প্রায় প্রতিবারই এমন ঘটনা ঘটে। তবে এবার যেন একটু বেশি বলে মনে করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা।

আহতদের কারও আঙুলের কিছু অংশ কেটেছে, কারও পায়ের; আবার কারও কারও আঙুল কেটে পড়ে গেছে। আবার গরুর গুঁতায় আহত হয়েও কেউ কেউ এসেছেন চিকিৎসা নিতে। হাসপাতালের জরুরি বিভাগে তাই অন্য রোগীর তুলনায় এই কাটাছেঁড়া রোগীর ভিড় বেশি। এরমধ্যে পুলিশ সদস্যও আছেন। 

মনসুর আলী পেশায় কসাই না হলেও ঈদের দিন মাংস কাটতে গিয়ে তার হাতের কনুইতে কোপ পড়েছে চাপাতির। অনবরত সেখান থেকে রক্ত ঝরছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ক্ষত স্থানে কাপড় পেঁচিয়ে বসে ছিলেন। তারপরও ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরছে হাসপাতালের মেঝেতে।

আঙুল কেটে একজন হাসপাতালে এসেছেন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, ঈদের দিন হলেও রোগীর অনেক চাপ আজকে। কোরবানির সময় এমনটা প্রায়ই হয়। সকাল থেকে অনেক রোগী এসেছেন, যারা কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন। কারও হাত, কারও পা কিংবা আঙুল কেটে গেছে। আজকে দুপুর পর্যন্ত যারা এসেছেন চিকিৎসা নিতে তাদের বেশিরভাগই কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন।  

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিত্রও ব্যতিক্রম নয়। সেখানে রোগীদের ভিড়। কোরবানি দিতে গিয়ে আহত হওয়া অন্তত শ’খানেক রোগী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানায় সেখানকার জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক। তাদের মতে, দিন গড়ালে এই সংখ্যা আরও বাড়তে পারে। দুপুর পর্যন্ত গুরুতর আহত কেউ আসেনি বলে জানান চিকিৎসকরা।

ঢামেক পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান জানান, সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীসহ আশপাশের এলাকা থেকে আনুমানিক শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। কারও হাত, কারও পা এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাতে অনেকে আহত হয়ে ঢামেক হাসপাতালে ভিড় করছেন। তবে এখন পর্যন্ত আহত হয়ে যারা আসছেন কেউই গুরুতর নয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, কোরবানি দিতে গিয়ে আহত হয়ে প্রতিবছরই অসংখ্য লোক ঢামেকে আসেন, এবারও আসছেন। ঘটনাগুলো পুরোপুরি অসাবধানতার কারণে হচ্ছে।

 

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি