X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সায়েন্সল্যাব এলাকা থেকে কাঁচা চামড়ার হাট উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২১, ১৮:৩০আপডেট : ২১ জুলাই ২০২১, ১৯:১১

রাস্তা ও ফুটপাত দখলসহ পরিবেশ বিনষ্ট করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বসানো অস্থায়ী কাঁচা চামড়ার হাটটি উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২১ জুলাই) ঈদের দিন বেলা ৩টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএসসিসির অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরীনা নাজনীন।

অভিযানের বিষয়ে জানতে চাইলে মেরীনা নাজনীন বাংলা ট্রিবিউনকে বলেন, সায়েন্সল্যাব এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে চামড়ার হাট তৈরি করা হয়েছিলো। আমরা চামড়াগুলো সরিয়ে দিয়েছি। ওদের জন্য নির্দিষ্ট স্থান ট্যানারি বা পোস্তা এলাকায় তাদেরকে চলে যেতে বলেছি। সেখানেই তাদের ব্যবসা করা উচিত। তারা পুরো রাস্তা দূষিত করে ফেলেছে। এটা পরিষ্কার করা অনেক কষ্টসাধ্য হবে। সাধারণ পানির গাড়ি দিয়ে এই ময়লা পরিষ্কার করা যাবে না। এটা পরিষ্কার করার জন্য আমরা এয়ারফোর্সের একটি গাড়ি আনার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, এই মহামারির মধ্যে যদি আর কোনও অসুস্থতা ছড়ায় তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা তো ভেঙে পড়বে। এজন্য আমরা প্রথমে তাদেরকে এক ঘণ্টা সময় দিয়েছি। চলে যেতে কোমল কণ্ঠে বলেছি। কোনও কাজ হয়নি। তৃতীয়বার এসে বন্ধ করে দিয়েছি।

তিনি জানান, আজ বেলা ১২টা থেকে সাড়ে ১২টার দিকে মাননীয় মেয়র আমাকে বিষয়টি অবহিত করেন। এর পরেই আমি ঘটনাস্থলে যাই। তখন ধানমন্ডিসহ আশপাশের এলাকা থেকে অনেক অভিযোগ আসে। এরপর আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে এই ব্যবসা অ্যালাও করা হবে না। তারা রাস্তা ও ফুটপাত নষ্ট করে ফেলেছে। আমরা এখন ফেলোডার ও ডাম্পার এনেছি। আমরা চাই ওনারা চলে যাক। তাদের ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই।

তিনি আরও বলেন, আমরা তাদের বলে দিয়েছি এবছর আমরা তাদের কোনও জরিমানা করবো না। আগামী বছর থেকে অন্যত্র চলে যাবে।

আরও পড়ুন: সায়েন্সল্যাবে বসেছে কাঁচা চামড়ার হাট, শুরু হয়েছে বেচাকেনা

/এসএস/এমএস/
সম্পর্কিত
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
সর্বশেষ খবর
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা