X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ব্র্যাকের হাত ধরে স্বাস্থ্যবিধি শিখছে মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:১১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৫১

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন লাবনী। তার বাসা রায়ের বাজারের বেড়িবাঁধ সংলগ্ন সাদেক খান কৃষি মার্কেটের পাশে। প্রতিদিন কাজে যাওয়ার সময় কৃষি মার্কেটের কোণায় বসানো হাত ধোঁয়ার জায়গায় সাবান দিয়ে হাত ধুয়ে নেন। তিনি জানান, ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া হলে করোনাভাইরাসসহ অন্যান্য ভাইরাসজনিত রোগ থেকে দূরে থাকা যায়। হাত ধোয়ার সেই জায়গা (হ্যান্ড ওয়াশ স্টেশন) স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটির কমিউনিটি সাপোর্ট টিমের সদস্যরা মানুষকে এ ধরনের স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করতে কাজ করছেন মাঠে।

ব্র্যাকের হাত ধরে স্বাস্থ্যবিধি শিখছে মানুষ

ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা বিভাগের অধীনে কমিউনিটি সাপোর্ট টিম (সিএসটি ঢাকা) প্রকল্পের আওতায় রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকার ৬৮টি ওয়ার্ডে ১৭০ জন স্বাস্থ্যকর্মী এবং ১৩৬ জন সেচ্ছাসেবী এই কাজে নিয়োজিত আছে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতন করার জন্য, যাতে করোনাভাইরাসের বিস্তার ঢাকা শহরে কম হয়। ইউএনএফপিএ, এফএও এবং যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করছে ব্র্যাক। প্রকল্পের তথ্য অনুযায়ী, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চার মাসে ২ কোটি ১০ লাখ মানুষ এর থেকে লাভবান হবে। প্রকল্পটি জুন থেকে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানায় ব্র্যাক।

ব্র্যাকের হাত ধরে স্বাস্থ্যবিধি শিখছে মানুষ

এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় কমিউনিটি সাপোর্ট টিমের সেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি করা, হ্যান্ড মাইকের মাধ্যমে জনবহুল জায়গায় সচেতন করা এবং ধর্মীয় ব্যক্তিত্বদের মাধ্যমে মানুষকে করোনাভাইরাসের বিষয়ে সচেতন করার কাজ করছে। কমিউনিটি সাপোর্ট টিমের অধীনে থাকা দুইজন কমিউনিটি স্বাস্থ্যকর্মী দুই সিটি কর্পোরেশন এলাকার বস্তিতে কিছু কিছু ক্ষেত্রে পুনর্ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ করে, করোনা আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করে, সন্দেহজনক করোনা আক্রান্ত ব্যক্তিকে টেলিমেডিসিন সেবার সঙ্গে সংযুক্ত করে এবং টিকার জন্য নিবন্ধনে সহায়তা করে। এ ছাড়া এখন পর্যন্ত ১৬ লাখেরও বেশি মাস্ক বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুই সিটি কর্পোরেশন এলাকায় ৪০৮টি হ্যান্ড ওয়াশিং স্টেশন স্থাপন করা হয়েছে এবং প্রায় ৮০০ জনকে টিকার জন্য নিবন্ধনে সহায়তা করা হয়েছে।

ব্র্যাকের হাত ধরে স্বাস্থ্যবিধি শিখছে মানুষ

সেচ্ছাসেবীরা জানান, সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত তারা বিভিন্ন প্রকল্প এলাকায় কাজ করেন। মানুষকে মাস্ক বিতরণ করে তা সঠিকভাবে পরতে শেখানোসহ হাত ধোয়ার জন্য উদ্বুদ্ধ করেন তারা। এ কাজের জন্য তারা আগেই ব্র্যাকের পক্ষ থেকে প্রশিক্ষণ পেয়েছেন। রবিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের সাদেক খান কৃষি মার্কেট এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, সিএইচটি’র সেচ্ছাসেবীরা মাইকিং করছেন, মাস্ক বিতরণ করছেন এবং হ্যান্ড ওয়াশ স্টেশনে সাধারণ মানুষকে হাত ধোয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। এমনকি সঠিক উপায়ে হাত ধোয়ার বিষয়ে ধারনা দিচ্ছেন।

এই মার্কেটের ম্যানেজার মো সানি জানান,  ব্র্যাক এখানে এক মাসের বেশি সময় ধরে কাজ করছে। তাদের সেচ্ছাসেবীদের প্রায়ই দেখি মাস্ক দিচ্ছে। এখানে হাত ধোয়ার স্টেশন একটি বসিয়েছে তারা। কিন্তু পানির রিজার্ভারটা ছোট, চারজন হাত ধুলেই পানি শেষ হয়ে যায়। যদি একটু বড় রিজার্ভার বসানো যেত তাহলে আরও ভালো হতো।   

ব্র্যাকের হাত ধরে স্বাস্থ্যবিধি শিখছে মানুষ

এই প্রকল্পের আওতায় ধর্মীয় উপাসনায়ে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতনতার লক্ষে ইসলামিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ ব্যাপিস্ট চার্চ ফেলোশিপের সঙ্গে অংশীদার হয়েছে যাতে করে ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে সচেতনতা তৈরি করা যায় এবং মাস্ক বিতরণ করা যায়। মোহাম্মদপুরের জাফরাবাদ জামে মসজিদের ইমাম আমানুল্লাহ ফারুক জানান, ব্র্যাক আমাদের মাস্ক দিচ্ছে আমরা তা বিতরণ করছি মসজিদে আসা মুসল্লিদের মধ্যে। এ ছাড়া যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি পালন করা সম্পর্কে আমরা সচেতন করি।

ব্র্যাকের স্বাস্থ্য পুষ্টি এবং জনসংখ্যা কর্মসূচির পরিচালক মোর্শেদা চৌধুরী জানান, আমরা মানুষকে এখন উদ্বুদ্ধ করছি যেন তারা বুঝতে পারে কীভাবে করোনা প্রতিরোধ করতে হবে। যাতে একসময় কিন্তু সম্পূর্ণ বিষয়টা আমরা তাদের ওপর ছেড়ে দিয়ে চলে আসতে পারি। তারা যেন নিজেরাই তাদের কমিউনিটিতে করোনা প্রতিরোধে কাজ করতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য। সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে, সবজায়গায় সমান রেসপন্স পাওয়া যায় না। সেটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ।

/এসও/এনএইচ/       
সম্পর্কিত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা