X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বসুন্ধরায় প্রাইভেটকারের ধাক্কায় আরেক চালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ২৩:১৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২৩:৩১

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় প্রাইভেটকার চালক আয়াতুল ইসলাম (২৮) ডিউটি শেষে বাসায় ফেরার পথে আরেকটি প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় আয়াতুল ইসলাম বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। আজ শুক্রবার বিকেল চারটায় বসুন্ধরার এম ব্লকে এ ঘটনা ঘটে।

হাসপাতালে নিয়ে আসা নিহতের ভায়রা ভাই জীবন জানান, আয়াতুল ইসলাম প্রাইভেটকার চালাতেন। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে ডিউটি শেষে বাইসাইকেলে করে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার তারাকান্দির নুর ইসলামের ছেলে আয়াতুল। বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। তিন ছেলে এক মেয়ের জনক ছিলেন আয়াতুল।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, দ্রুতগতির প্রাইভেটকারটি ধাক্কা দিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা গাড়িটি শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন। এখন পর্যন্ত গাড়িটি শনাক্ত কিংবা চালককে আটক করতে পারিনি। তবে দ্রুত আটক করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআইবি/আরটি/এফএ/
সম্পর্কিত
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
সর্বশেষ খবর
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি