X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পূর্ণ জনবলে দক্ষিণ, অর্ধেকে চলছে উত্তর সিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১৬:২৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৬:২৩

পূর্ণ জনবল দিয়েই অফিস পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আর উত্তর সিটি করপোরেশন তার জনবলের অর্ধেক দিয়েই পরিচালিত হয়েছে। দক্ষিণ সিটি বলেছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়াই নাগরিক সেবা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। অর্ধেক স্টাফ দিয়ে অফিস পরিচালনা করা হলে নাগরিক সেবায় ব্যাঘাত ঘটবে।

করোনা মহামারির কারণে অর্ধেক জনবল দিয়ে সরকারি অফিসগুলো পরিচালনার জন্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) থেকে অর্ধেক জনবল নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। রবিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টা দিকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

যারা অফিসে যাবেন না এমন কর্মকর্তা-কর্মচারীদের নিজ বাসায় অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে এলাকা ত্যাগ করা যাবে না। একইসঙ্গে দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি চালাতে বলা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে বলে উল্লেখ আছে প্রজ্ঞাপনে।

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অর্ধেক জনবল নিয়ে আমাদের অফিস করার কোনও সুযোগ নেই। কারণ আমরা নাগরিকদের সেবা নিশ্চিত করে থাকি। তা না হলে নাগরিক সেবায় ব্যাঘাত ঘটবে। এখন পর্যন্ত কর্তৃপক্ষ অর্ধেক জনবল নিয়ে অফিস পরিচালনার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।’

উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘আমরা অর্ধেক জনগোষ্ঠী এই অফিস পরিচালনা শুরু করেছি। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সেবা প্রদানকারী দফতরগুলোতে যাতে কাজের কোনও সমস্যা না হয় সেদিকেও আমরা নজর রাখছি।’

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা