X
বুধবার, ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯

বিমানবন্দরে সাড়ে তিনশ’ আইফোন, সামস্যাং নোটসহ যাত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২২, ০৩:১৭আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৩:১৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কোটি টাকা মূল্যের আইফোন, সামস্যাং নোট মোবাইল এবং স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে মো. তৌফিক বিন রেজা নামের এই যাত্রী দুবাই থেকে আসেন।

ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ায়। ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন,   দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ ফ্লাইটটি রাত ৯টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে। মো. তৌফিক বিন রেজাকে লাগেজ আছে কি না জানতে চাইলে, সে অস্বীকার করে। সঙ্গে থাকা বোডিং কার্ড এবং লাগেজের ট্যাগ ছিঁড়ে ফেলে এই যাত্রী। পরবর্তীতে এয়ারলাইনের সহায়তায় তার ৬টি লাগেজ শনাক্ত করা হয়। এসব লাগেজে ৩৫৩টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিল। তার বিরুদ্ধে কাস্টম আইন এবং ফৌজদারি আইনে দুটি মামলা দায়ের করা হবে।

কাস্টম হাউস জানিয়েছে,  ৬টি লাগেজে আইফোন-১৩ প্রো ম্যাক্স ১৬৭টি, আইফোন-১৩ প্রো ২৩টি, আইফোন-১৩ ৫৫টি,  আইফোন-১২ ৮টি এবং ২১টি আইফোন-১১ ছিল। অন্যদিকে গুগল পিক্সেল-১১ ছিল ১০টি। স্যামসাং গ্যালাক্সি এস-২১ ১৯টি, ওয়ান প্লাস ৫জি ৫০টি। এছাড়া যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি ৬শ’ গ্রাম স্বর্ণালংকার ও সোনার বার পাওয়া যায়। মোবাইল ফোন এবং স্বর্ণালংকার ও সোনার বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।

/সিএ/জেজে/
সর্বশেষ খবর
মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ
মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ
‘অপরিপক্ব লোকের হাতে মোটরসাইকেল চলে গেছে’
‘অপরিপক্ব লোকের হাতে মোটরসাইকেল চলে গেছে’
আরাভের মধ্যে ‘৪২০’ নাটকের মন্টুকে খুঁজে পেলেন ফারুকী!
আরাভের মধ্যে ‘৪২০’ নাটকের মন্টুকে খুঁজে পেলেন ফারুকী!
ঢাকাবাসীকে জলমগ্নতা থেকে রক্ষায় পূর্ণ প্রস্তুতি রয়েছে: মেয়র তাপস
ঢাকাবাসীকে জলমগ্নতা থেকে রক্ষায় পূর্ণ প্রস্তুতি রয়েছে: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস
শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস
অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ, বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ, বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
অনলাইনে বিক্রি হচ্ছে জাল নোট, মিলছে হোম ডেলিভারিও
অনলাইনে বিক্রি হচ্ছে জাল নোট, মিলছে হোম ডেলিভারিও
ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে চীন: শি জিনপিং
ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে চীন: শি জিনপিং
বিয়েতেও প্রতারণা করেছিলেন আরাভ, খোঁজ নেই প্রথম স্ত্রীর
বিয়েতেও প্রতারণা করেছিলেন আরাভ, খোঁজ নেই প্রথম স্ত্রীর