X
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২
৩ ভাদ্র ১৪২৯

ঈদ স্পেশাল চালু করছে বিআরটিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ১৯:০৯আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৯:০৯

ঈদুল আজহায় স্পেশাল সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন— বিআরটিসি। সোমবার (৪ জুলাই) থেকেই ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু হবে বলে জানিয়েছে বিআরটিসি।

সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুলাই থেকে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপো হতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ১২ জুলাই পর্যন্ত এ সার্ভিসের বাস চলবে। ঢাকাস্থ মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে বিভিন্ন রুটে (ঢাকা হতে) অগ্রিম টিকেট বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

স্পেশাল সার্ভিসের রুট

মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের টিকিট।

কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে— রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটের টিকিট।

গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটে।

জোয়ার সাহারা ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুট।

মিরপুর ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুট।

মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুট।

গাজীপুর ডিপোর নিয়ন্ত্রণে— বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুট। যাত্রাবাড়ী ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-রংপুর, শরিয়তপুর রুট।

নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুট।

কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-রংপুর রুট এবং নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুটের টিকেট।

 

বিআরটিসি জানিয়েছে, ৪ জুলাই থেকে ৬০টি বাস ওই ডিপোগুলোতে স্ট্যান্ডবাই থাকবে। সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরসহ মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ড।

 

পরামর্শের জন্য যোগাযোগ

মতিঝিল বাস ডিপো (ম্যানেজার, অপারেশনস) ০১৭১১-৩৯১৫১৪, কল্যাণপুর ০১৭১১-৪৩৫২১৩, গাবতলী ০১৭৮৪-৫২০৯০০, জোয়ারসাহারা ০১৭১১-৭০৮০৮৯, মিরপুর ০১৭১৭-৭৬৩৮২০, মোহাম্মদপুর ০১৭১২-৩৮২১৪৪, গাজীপুর ০১৭৫৮-৮৮০০১১, যাত্রাবাড়ী ০১৯১৩-৭৪১২৩৪, নারায়ণগঞ্জ ০১৭১৫-৬৫২৬৮৩, কুমিল্লা ০১৭১৬-৬৮৪১৪৪, নরসিংদী ০১৫৫৩-৩৪৯৫৬৭

/এফএ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
জন্মাষ্টমী আজ
জন্মাষ্টমী আজ
কাবুলে নামাজের সময় মসজিদে হামলা, ইমামসহ একাধিক নিহত
কাবুলে নামাজের সময় মসজিদে হামলা, ইমামসহ একাধিক নিহত
মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির জন্য আসা যুবকের লাশ মিললো হোটেলে
চাকরির জন্য আসা যুবকের লাশ মিললো হোটেলে
এ বিভাগের সর্বশেষ
নতুন ভাড়ার তালিকা নেই গণপরিবহনে, যাত্রীদের ক্ষোভ
নতুন ভাড়ার তালিকা নেই গণপরিবহনে, যাত্রীদের ক্ষোভ
বাসে অতিরিক্ত ভাড়া, ক্ষুব্ধ যাত্রীরা
বাসে অতিরিক্ত ভাড়া, ক্ষুব্ধ যাত্রীরা
ভাড়া বেশি নেওয়ায় রাঈদা পরিবহনকে জরিমানা
ভাড়া বেশি নেওয়ায় রাঈদা পরিবহনকে জরিমানা
‘একচেটিয়া’ বাস ভাড়া প্রত্যাখ্যান যাত্রী কল্যাণ সমিতির
‘একচেটিয়া’ বাস ভাড়া প্রত্যাখ্যান যাত্রী কল্যাণ সমিতির
সড়কে এখনও নামেনি অনেক বাস
সড়কে এখনও নামেনি অনেক বাস