X
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
১৩ আশ্বিন ১৪৩০

ডিএসসিসির ময়লা ফেলার ট্রাক চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ০১:২১আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১২:৪৭

রাজধানীর মাতুয়াইলের বর্জ্যের ভাগাড় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ১০ চাকার ডাম্প ট্রাক চুরি হয়েছে। এটি বর্জ্য পরিবহনের কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে।

সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এই হলুদ রঙের ১৫ টন ওজনের গাড়িটির চুরির বিষয়ে যাত্রাবাড়ী থানায় শনিবার (১৩ আগস্ট) একটি মামলা দায়ের হয়েছে। গাড়িটির নম্বর পরী-১০১। এর দাম প্রায় পৌনে ১ কোটি টাকা।

দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া এ চুরিকে অস্বাভাবিক ঘটনা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘গাড়িটির চালক কাজ শেষ করে শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে মাতুয়াইল ল্যান্ডফিলের ভেতরে রেখে চলে যান। আবার সন্ধ্যার দিকে যখন কাজে আসেন, তখন তিনি গাড়িটি আর খুঁজে পাননি। আমরা সিসিটিভিতে দেখেছি, এটা সকাল পৌনে ৮টার দিকে প্রধান ফটক দিয়ে বেরিয়ে যাচ্ছে।’

সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া জানান, মাতুয়াইল ল্যান্ডফিলের গেটে সবসময় আনসার মোতায়েন থাকে। তাছাড়া, গাড়ির চাবিটিও চালকের কাছেই ছিল।

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের ময়লার গাড়ি বিভিন্ন সড়কের পাশে পড়ে থাকে। কেউ ধরে না। কিন্তু সিসিটিভি ক্যামেরা, আনসারদের ফাঁকি দিয়ে চাবি ছাড়া কীভাবে গাড়িটি চুরি হলো বিস্তারিত তদন্ত করলেই বেরিয়ে আসবে।

 

/আরএইচ/আইএ/ইউএস/
সম্পর্কিত
ছুটির দিনে বিনোদনের প্রথম পছন্দ এখন মেট্রোরেল
সব বড় শহরে বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে যাবে: নসরুল হামিদ
‘কোনও দল নির্বাচনে অংশ না নিলে জনগণ স্যাংশন দেবে’
সর্বশেষ খবর
৬০ শতাংশ ছাড়ের খবরে কক্সবাজারে লাখো পর্যটক, ছাড় না পাওয়ার অভিযোগ অনেকের
৬০ শতাংশ ছাড়ের খবরে কক্সবাজারে লাখো পর্যটক, ছাড় না পাওয়ার অভিযোগ অনেকের
অতিরিক্ত লবণ ডেকে আনে হার্টের বিপদ
বিশ্ব হার্ট দিবস আজঅতিরিক্ত লবণ ডেকে আনে হার্টের বিপদ
চেচেন নেতা কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক
চেচেন নেতা কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক
যাত্রীদের ওপর বমি করে জটলা বাধিয়ে ছিনতাই করতো তারা
যাত্রীদের ওপর বমি করে জটলা বাধিয়ে ছিনতাই করতো তারা
সর্বাধিক পঠিত
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
সাকিবের বক্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল
সাকিবের বক্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: বাংলা ট্রিবিউনকে স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপিখালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: বাংলা ট্রিবিউনকে স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা
আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা
‘এখন জুঁই ফুলের গান গেয়ে লাভ নেই, যেমন কুকুর তেমন মুগুর’
ইশতেহার প্রসঙ্গে ওবায়দুল কাদের‘এখন জুঁই ফুলের গান গেয়ে লাভ নেই, যেমন কুকুর তেমন মুগুর’