X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রানা হত্যাকাণ্ড: পলাতক আসামি তারেক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:১২

২০১৪ সালে রমনা থানা ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি মাহবুবুর রহমান রানা হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি ইকবাল হোসেন তারেককে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক ছিল।   

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ রাজধানীর কাওরান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ইকবাল তৎকালীন সুইফ ক্যাবল লিমিটেড নামে একটি ডিস ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতো। ওই প্রতিষ্ঠানের মালিক ছিল কামরুল ইসলাম ও তানভিরুজ্জামান রনি। তাদের সঙ্গে নিহত মাহবুবুর রহমান রানার ব্যবসায়িক বিরোধ ছিল। বিরোধ নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ডিসের ক্যাবল কেটে দিতো। উভয় পক্ষের মধ্যে প্রায়ই মারামারি হতো। এ ঘটনার জেরে ২০১৪ সালের ২৩ জানুয়ারি সন্ধ্যায় মাহবুবুর রহমান রানাকে হত্যা করা হয়। ওই দিন মোটরসাইকেলে মগবাজারের দিকে যাচ্ছিলেন রানা। মগবাজার চৌরাস্তা মসজিদের পাশের গলিতে ঢুকলে বাটার গলির মুখে ইকবালসহ অন্যান্যরা মোটরসাইকেলের গতিরোধ করে রানার মুখে ও মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় স্থানীয় লোকজন সাহায্যের জন্য এগিয়ে এলে ইকবালরা বোমা বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছোঁড়ে। আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।’

রানা হত্যাকাণ্ড: পলাতক আসামি তারেক গ্রেফতার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রমনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। মামলার পরই আসামি আত্মগোপনে চলে যায়। ওই মামলার ঘটনায় সুইফ ক্যাবল লিমিটেডের মালিক কামরুল ইসলাম অস্ত্রসহ গ্রেফতার হয়। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ১৪ জন আসামির বিরুদ্ধে ২০১৫ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত ১৪ জনের মধ্যে ১০ জন গ্রেফতার এবং চার জন পলাতক ছিল। পলাতক আসামিদের মধ্যে একজন ছিল ইকবাল হোসেন তারেক। তার নামে ২০২০ সালে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকাণ্ডের পর আসামি ইকবাল হোসেন তারেকের পলাতক জীবন শুরু হয়। তার নিজ বাড়ি চাঁদপুর। কিন্তু সে বেড়ে ওঠে যশোরে। ফলে চাঁদপুরের লোকজন তেমন চিনতো না। এ সুযোগ কাজে লাগিয়ে হত্যাকাণ্ডের পর সে চাঁদপুর পালিয়ে যায়। নিজেকে তাহের হিসেবে পরিচয় দিয়ে সেখানে বসবাস শুরু করে। সেখানে সে চাষাবাদ করতো। কিন্তু চাষাবাদের অভিজ্ঞতা না থাকায় পুনরায় সে যশোরে ফিরে যায়। সেখানে গিয়ে কিছুদিন পরিবহন শ্রমিক হিসেবে কাজ করে। তারপর মাদক ব্যবসা শুরু করে। ২০১৯ সালে আবারও ঢাকায় ফিরে আসে। ঢাকার বিভিন্ন জায়গায় নিজেকে তাহের, পিতা-আব্দুর রহিম পরিচয় দিয়ে বসবাস শুরু করে এবং গার্মেন্টস থেকে পরিত্যক্ত কার্টুন সংগ্রহ করে বিক্রি করে। এই ব্যবসার আড়ালে সে মাদক ব্যবসা করতো এবং ঘন ঘন বাসস্থান পরিবর্তন করতো। সর্বশেষ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়িদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর র‌্যাবের গোয়েন্দা দল তাকে গ্রেফতার করে।

 

 

/আরটি/আরকে/
সম্পর্কিত
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি