X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইয়াবাসহ এলিট ফোর্সের দুই নিরাপত্তাকর্মী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৬

বেসরকারি নিরাপত্তা সংস্থা ‘এলিট ফোর্সের’ দুজন নিরাপত্তাকর্মীসহ তিন জনকে প্রায় ১০ হাজার ইয়াবা বড়িসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (২৪ সেপ্টেম্বর) উত্তরার ৭ নং সেক্টরের রবীন্দ্র সরণি এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার রাতে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৭ নং সেক্টরের রবীন্দ্র সরণি এলাকা থেকে শনিবার দুপুরে ইসমাইল (৩২) ও রবিউল ইসলাম মামুন (২০) নামে দুই নিরাপত্তাকর্মী ও কাপড় ব্যবসায়ী জাকারিয়া মাসুদ বাপ্পিকে (২৬) আটক করা হয়।

আটক দুজন নিরাপত্তাকর্মী ‘এলিট ফোর্স’ নামক কোম্পানিতে চাকরি করতো। নিরাপত্তার কাজের আড়ালে তারা মাদক ব্যবসা করতো। তাদের কাছ থেকে ৯ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং তিন গ্রাম আইস উদ্ধার করা হয়।

এলিট ফোর্স রাজধানীর বিভিন্ন দূতাবাস, মার্কেট, বাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিদের নিরাপত্তায় কাজ করে।

যেভাবে তারা মাদক ব্যবসা করে আসছে
তারা টেকনাফ, ঢাকার উত্তরা ও গাজীপুর কেন্দ্রিক একটি সক্রিয় মাদক চক্রের সদস্য। তারা টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরের মাদক ব্যবসায়ীদের পাইকারি দরে সরবরাহ করতো। এলিট ফোর্স নামক সিকিউরিটি কোম্পানিতে গার্ডের চাকরির সুবাদে তাদের কেউ সন্দেহ করতো না।

এনক্রিপ্টেড অ্যাপসের ব্যবহার
এই সিন্ডিকেটের সবাই গোপনীয়তার স্বার্থে নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করে। তারা কোনও নির্দিষ্ট ফোন নম্বর ব্যবহার না করে ক্রমাগত নম্বর পরিবর্তন করতো। এনক্রিপ্টেড অ্যাপসসমূহ বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে তদন্ত করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

/এআরআর/এনএআর/
সম্পর্কিত
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া