X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যা থাকবে দক্ষিণ সিটির ৫০ তলা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে

রাশেদুল হাসান
২৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন কামরাঙ্গীরচর এলাকায় একটি কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। ৩০ বছর মেয়াদি এক সমন্বিত  মহাপরিকল্পনার আওতায় এই বাণিজ্যিক অঞ্চল হবে। এর অংশ হিসেবে কামরাঙ্গীরচরে ৫০ তলা একটি  আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এ ভবনের নকশা ও অন্যান্য পরিকল্পনা করার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিটি করপোরেশনের প্রকৌশলীরা জানিয়েছেন, ২০১৮ সালে কামরাঙ্গীরচরে এক নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকাটিকে বাণিজ্যিক অঞ্চলে রূপান্তর করার নির্দেশনা দেন। একইসঙ্গে ঢাকার সঙ্গে কামরাঙ্গীরচরের যোগাযোগ সহজ করতে বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধার ও উন্নয়ন করতে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশনা দেন। এই নির্দেশ অনুযায়ী মহাপরিকল্পনা করা হয়েছে।

প্রকৌশলীরা আরও জানিয়েছেন, দক্ষিণ সিটির পরিকল্পনাধীন ৫০ তলা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে থাকবে ৫ হাজার, ৩ হাজার ও এক হাজার লোকের ধারণ ক্ষমতাসম্পন্ন পৃথক সেমিনার কক্ষ ও মাল্টিপারপাস হল, প্রদর্শনী কেন্দ্র, পাঁচ তারকা হোটেল, অফিসের জন্য জায়গা, বাণিজ্যিক ব্যবহারের জন্য জায়গা, বিপণি বিতান, কনডোমোনিয়াম, রেস্তোরাঁ, ক্যাফে ও ফুড কোর্ট এবং সিনেমা হল।

এছাড়া থাকবে বেনকুয়েট হল, অ্যাম্ফিথিয়েটার, অবজারভেশন ডেক ও গাড়ি রাখার জায়গা। ভবনটিতে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, প্রাকৃতিক শক্তি ব্যবহারের ব্যবস্থা থাকবে। এটি পরিবেশবান্ধব করে নির্মাণ করার পরিকল্পনা ও পদ্ধতি অবলম্বন করার কথা বলা হয়েছে।

এ বিষয়ে এই প্রকল্পের জন্য দায়িত্বে থাকা কর্মকর্তা ও দক্ষিণ সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশিকুর রহমান বলেন, ‘এটা বাংলাদেশে একটি স্বয়ংসম্পূর্ণ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হবে, যেটা আমরা এখন পর্যন্ত পাইনি। শুধু উচ্চতার জন্যই  নয়, সব ধরনের সুযোগ-সুবিধার জন্য একটি সেরা ভবন হবে এটি।’

তিনি আরও বলেন, ‘পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করার জন্য আমরা আহ্বান করেছি। ৩০ অক্টোবর পর্যন্ত আমরা আবেদন গ্রহণ করবো।’

পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের আবেদনপত্র থেকে জানা যায়, সিটি করপোরেশন এই সম্মেলন কেন্দ্র নির্মাণে সম্ভাব্যতা যাচাই কাজের জন্য ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পরিকল্পনা ও নকশা করার জন্য ১৬ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হবে।

এছাড়াও বিস্তারিত নকশা, স্পেসিফিকেশন ও ব্যয় প্রাক্কলন করার জন্য ১৬ এপ্রিল থেকে ১৫ জুন, প্রকল্প প্রস্তাবনার জন্য ১৫ মে থেকে ৩০ জুন এবং দরপত্র প্রস্তুত করা জন্য ১ জুন থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত সময় দেওয়া হবে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
মুগদায় রাস্তা বাড়াতে ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ অভিযান
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ